ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৯ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

অভিনেতা খায়রুল বাসার

"এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল বাটপারের তীর্থভূমি আমার জন্মভূমি"

প্রকাশিত: ১২:৪৫, ৯ আগস্ট ২০২৫; আপডেট: ১২:৪৬, ৯ আগস্ট ২০২৫

ছবি: সংগৃহীত

অভিনেতা খায়রুল বাসার সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকার পাশাপাশি বিভিন্ন সময় সমাজ ও রাষ্ট্রের নানা ইস্যুতে মতামত প্রকাশ করে থাকেন। এবার দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দেওয়া তার একটি ফেসবুক পোস্ট অনুসারীদের দৃষ্টি কেড়েছে।

পোস্টের শুরুতে তিনি লিখেছেন, “এই দেশটা এক অনন্য শত্রুর দেশ! দলের বিপক্ষে দল, মানুষের বিপক্ষে মানুষ! এই দলের শত্রু ওই দল, ওই দলের শত্রু এই দল। তাদের কাজ জনগণকে জনগণের শত্রু করে তোলা। আমরা তাদের পেছনে নাচি, মরি, কাটাকাটি করি! দলাদলি করে মরেন, আপনাকে নিয়ে রাজনীতি হবে, হুঁশিয়ারি হবে! রাজনৈতিক স্বার্থের বাইরে কিছুই ঠিক হবে না!”

পোস্টের শেষ দিকে তিনি মন্তব্য করেন, “এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল বাটপারের তীর্থভূমি আমার জন্মভূমি…”

খায়রুল বাসার আরও লেখেন, “দলের বাইরে সাধারণ পেশাজীবী মানুষ বা একজন ডাক্তার, একজন শিক্ষক, একজন সাংবাদিক হিসেবে মরেন, আপনাকে নিয়ে কারও হুঁশিয়ারি নেই! কেউ বলে না—মানুষ মরছে, এভাবে মানুষ মারা চলবে না…”

আসিফ

×