
ছবি: সংগৃহীত
দীর্ঘদিনের টানাপোড়েন ও নাটকীয় ঘটনার পর আনুষ্ঠানিকভাবে আলাদা হয়ে গেল হিরো আলম ও রিয়া মনির দাম্পত্য জীবন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন রিয়া মনি।
বৃহস্পতিবার দুপুরে নিজের ফেসবুক পেজে তিনি লেখেন, “পবিত্র কোরআন নিয়ে মিথ্যাচার করা যেন তার (হিরো আলমের) অভ্যাসে পরিণত হয়েছে। কখনো আত্মহত্যার নাটক, কখনো এক নারীর কাছ থেকে আরেক নারীর কাছে যাওয়া—এসব দেখে আর থাকা সম্ভব হয়নি। তাই বাধ্য হয়েই আমি এই সিদ্ধান্ত নিয়েছি।”
বিষয়টি গণমাধ্যমের সঙ্গে কথা বলেও নিশ্চিত করেছেন রিয়া মনি। তিনি জানান, “আমি তাকে ডিভোর্স দিয়েছি। আনুষ্ঠানিক কাগজপত্রও খুব শিগগিরই তার কাছে পৌঁছে যাবে।”
ডিভোর্সের পরবর্তী সম্ভাব্য সম্পর্ক নিয়েও মুখ খোলেন রিয়া। ঘনিষ্ঠ বন্ধু ম্যাক্স অভির বিষয়ে তিনি বলেন, “আইন অনুযায়ী ডিভোর্স চূড়ান্ত হতে তিন মাস সময় লাগবে। এর পর যদি মনে হয় অভি আমার জন্য উপযুক্ত, তাহলে নতুন করে ভাবা যেতেও পারে। তবে এখনই কিছু নিশ্চিত নয়।”
এর আগেও একবার বিচ্ছেদের পথে গিয়েছিলেন এই দম্পতি। তবে সে সময় হিরো আলমের আত্মহত্যার হুমকিতে পরিস্থিতি বদলে যায় এবং তারা আবারও একত্রে বসবাস শুরু করেন। কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব হয়নি, আবারও শেষ পর্যন্ত তাদের পথ ভিন্ন হয়ে গেল।
আসিফ