
রাজধানীর খিলগাঁও থানাধীন গোড়ান এলাকার ৮ নম্বর রোডের সিএনজি স্ট্যান্ড এর ঠিক পাশেই শাহিনুর বেগম এবং তার ভাই হান্নান এর দীর্ঘ ২০ বছরের বসবাস। সুদীর্ঘ দুই যুগের পথ পরিক্রমায় তিল তিল করে তারা নিজ বসতবাড়িতে গড়ে তুলেছেন তাদের নিজেদের স্বপ্নের আবাসস্থল। আগস্টের ৩ তারিখে ভোর বেলায় তাদের দুই যুগের সাজানো স্বপ্ন মুহূর্তেই পরিণত হয় বিধ্বস্ত ধ্বংসস্তূপে। আনুমানিক ভোর সাড়ে ছয়টার দিকে স্থানীয় খিলগাঁও থানা বিএনপির সভাপতি ইউনুস মৃধার নির্দেশে তার অনুগামী মকবুল (মাদক কারবারি), জিয়া (৫ ই আগস্ট থানার অস্ত্র লুটকারি), ফারুক (ভূমিদস্যু), জিয়াউল হাসান (ভূমিদস্যু), আল আমিন (ভূমিদস্যু) সহ স্থানীয় বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের সন্ত্রাসী বাহিনীর আরো ৫০-৬০ জন এবং ৩০-৪০ জন দালান ভাঙ্গার দিনমজুর সহযোগে আতর্কিত হামলে পড়ে তাদের বসতবাড়িতে।
বাড়ির লোকজনকে জিম্মি করে একে একে লুট করে নিয়ে যায় বাড়ি যাবতীয় আসবাবপত্র দামি স্বর্ণালংকার, নগদ টাকা, এসি, টিভি, ফ্রিজ, ওভেন, ওয়াশিং মেশিন, ল্যাপটপ সহ নানা যাবতীয় ব্যবহার সামগ্রী। এমনকি পরিধেয় কাপড় থেকে আরম্ভ করে ব্যবহারের জিনিসপত্র পর্যন্ত বাদ যায়নি তাদের লুটের তালিকা থেকে। পরিবারের সদস্যরা যারা ঘটনাটি ভিডিও করেছিলেন তাদের দুইজনের মোবাইল ও কেড়ে নিয়ে যায় সন্ত্রাসীরা। ঠিক গত বছর ৫ ই আগস্টের গণভবন লুটের কায়দায় লুটপাটের পৈশাচিক আনন্দে মেতে ওঠে লুটেরা দল। তিল তিল করে গড়ে তোলা সংসারের সমস্ত জিনিসপত্র শাহিনুর বেগমের চোখের সামনেই হচ্ছিল ভাগাভাগি।
অসহায়ের মতো চোখের সামনে দেখছিলেন লুটেরারা কে কোন ব্যবহার্য্য জিনিস নিয়ে যাবে, নিজেদের মধ্যে তারা সেই কৌতুক এ মেতে উঠেছে। লুটপাটে বাঁধা দিতে গেলে সন্ত্রাসীদের দেশীয় অস্ত্রের আঘাতে আহত হয় শাহিনুর বেগম তার দুই ছেলে সন্তান এবং তাদের সাহায্য করতে এগিয়ে আসা তার ভাতিজা এবং ভাই। ৯৯৯ এ কল দিয়ে পুলিশের সাহায্য চাইলে সেই সাহায্য পৌঁছায় দেড় ঘন্টা পর। ততক্ষণে লুটেরা রাজাদের রুটে হোলি খেলা শেষ করে যাবতীয় মালামাল তিনটি পিকআপ ট্রাকে করে নিয়ে যায়। পরবর্তীতে বিএনপির স্থানীয় কমিটির সদস্য মির্জা আব্বাসকে ব্যাপারটি জানালে, তার সহকারী সোহেলের মধ্যস্থতায় সামান্য কিছু আসবাবপত্র সন্ত্রাসীরা ফেরত দিয়ে গেলে ও স্বর্ণালংকার, নগদ টাকা, দামি আসবাবপত্র কিছুই তারা এখনো ফেরত দেয়নি। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য যে, গত বছর ৫ আগস্ট স্বৈরাচার পতনের কিছুদিন অতিবাহিত হওয়ার পর থেকেই এই বসতবাড়ির উপর চোখ করে ইউনুস মৃধাসহ কিছু ভূমি দস্যুর। তারা এই ভূমি দখলের উদ্দেশ্যে বারবার হুমকি ধামকি দিতে থাকে। গত মাসে একবার দলবলসহ আক্রমণ করে বাড়ির সকল গাছপালা কেটে ফেলে এবং সদর দরজা ভেঙে ফেলে। বাড়ির সদস্যদের বাইরে থেকে তালা দিয়ে আটক করে রাখে। পরবর্তীতে স্থানীয় খিলগাঁও থানা পুলিশের সহায়তায় বাড়ির লোকজনকে তালা ভেঙে উদ্ধার করা হয়। এ ঘটনায় খিলগাঁও থানায় একটি জিডি দায়ের করা হয়।
রিফাত