
পাবনার সাঁথিয়া উপজেলা ও পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করে সন্তোষ প্রকাশ ও প্রশংসা করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। এসময় তিনি প্রকল্পের বিষয়ে দিকনির্দেশনা দেন কর্মকর্তাদের।
বৃহস্পতিবার (০৭ আগষ্ট) দুপুরে সাঁথিয়া পৌরসভাধীন বোয়ালমারী কবরস্থান হতে চুমুর পর্যন্ত পাকা রাস্তা ঢালাই ও উপজেলাধীন দত্ত পাড়ায় প্রকল্পের আওতায় ইছামতি নদীর উপরে ব্রীজ নির্মাণ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।
ডিসি বলেন, যেখানে বিপুল সংখ্যক মানুষ বসবাস করেন, তাদের উপকারের সম্ভবনা থাকে সেখানেই মূলত বড় বড় প্রকল্প গ্রহণ করা হয়। যেখানে আমরা দাঁড়িয়ে আছি এসব অঞ্চলের লোকজন এতোদিন পাকা রাস্তার অভাবে ব্যাপক দুর্ভোগের মধ্যে থাকতে হয়েছে। নৌকা দিয়ে বাজারঘাট বা পণ্য পরিবহন করতে হয়েছে। কৃষি পণ্য নিতে ব্যাপক ভোগান্তি পোহাতে হয়েছে। অনেক টাকা খরচ হয়ে যেত। এই প্রকল্পের মাধ্যমে এ অঞ্চলের মানুষ অনেক উপকার পাবে। হাটবাজারে পণ্য পরিবহন ও যাতায়াতে সুবিধা পাবে। এলাকার আর্থ সামাজিক উন্নয়ন হবে। বাজারঘাটেরও উন্নয়ন হবে।
তিনি আরও বলেন, যে কয়েকটি প্রকল্প ঘুরলাম, কাজের মান ভালো হয়েছে। কাজও দেখতে সুন্দর লাগছে। টেকশই উন্নয়ন ছাড়া উন্নয়ন করে কোন লাভ হবে না। এজন্য প্রকল্প গ্রহণ স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন করতে হবে। দুর্নীতি ও অনিয়ম করা যাবে না। অনিয়ম করে প্রকল্প বাস্তবায়ন হলে সরকারের টাকা গচ্চা যাবে। কারও কোন উপকারই হবে না।
এসময় উপস্থিত ছিলেন, সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার মোছা.রিজু তামান্না, সাঁথিয়া সহকারী কমিশনার (ভূমি) (এসিল্যান্ড) ও সাঁথিয়া পৌর প্রশাসক সাদিয়া সুলতানা, মোঃ মনিরুল ইসলাম নির্বাহী প্রকৌশলী এলজিইডি পাবনা, সাঁথিয়া উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ জহুরুল ইসলাম, সাঁথিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মুলতান হোসেন, সহকারী প্রকৌশলী সাঁথিয়া শা, খ ফিরোজুল আলম, উপ সহকারী প্রকৌশল সাঁথিয়া পৌর মোঃ আহসান হাবীব, সাঁথিয়া পৌর নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, সাঁথিয়া থানার তদন্ত অফিসার, মোঃ আঃ লতিফ সহ সাঁথিয়া পৌর ও উপজেলা কর্মচারী কর্মকর্তাগণ ।
রাজু