ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৭ আগস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

চীনের চোখ এখন পাকিস্তানে, এরপর কি বাংলাদেশের পালা?

প্রকাশিত: ১৫:৩০, ৭ আগস্ট ২০২৫

চীনের চোখ এখন পাকিস্তানে, এরপর কি বাংলাদেশের পালা?

ছবি: সংগৃহীত

চীনের বেসরকারি খাতের প্রতিনিধিত্বকারী জাতীয় চেম্বার অল-চায়না ফেডারেশন অব ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স (ACFIC)-এর একটি উচ্চপর্যায়ের ব্যবসায়িক প্রতিনিধি দল প্রতিযোগিতা কমিশন পাকিস্তান (CCP) পরিদর্শন করে এবং চেয়ারম্যান ড. কবীর আহমেদ সিদ্দিকীর সঙ্গে বৈঠক করে।

উক্ত প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পরিচালক ই জিয়াং। তাঁর সঙ্গে ছিলেন লজিস্টিকস ও ট্যুরিজমের পরিচালক ফুয়ঝং ইয়াং, পরিচালক জি জু এবং লেভিয়াথান হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিংকিয়ান সান।

ড. সিদ্দিকী প্রতিনিধি দলকে পাকিস্তানের বাজার সম্ভাবনা, বিনিয়োগ পরিবেশ এবং ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিতকরণ ও প্রভাবশালী অবস্থানের অপব্যবহার রোধে প্রতিষ্ঠিত নিয়ন্ত্রক কাঠামো সম্পর্কে অবহিত করেন। তিনি ব্যবসার জন্য সমতল সুযোগ সৃষ্টি ও প্রতিযোগিতা আইনের বাস্তবায়নের মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে কমিশনের ভূমিকা তুলে ধরেন।

চীনা বিনিয়োগকারীরা নবায়নযোগ্য জ্বালানি, স্বাস্থ্য, স্কুল শিক্ষা এবং লজিস্টিকস খাতে বিনিয়োগের ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেন। তারা বাজারের দক্ষতা এবং ন্যায়সঙ্গত প্রতিযোগিতা বজায় রাখতে CCP-এর কঠোর নিয়ন্ত্রক ভূমিকার প্রশংসা করেন।

ACFIC চীনের বেসরকারি খাতকে সহায়তা করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে এবং ব্যবসা ও সরকারের মধ্যে সহযোগিতা জোরদার করে। প্রদেশ, শহর ও কাউন্টি পর্যায়ে ৩,০০০-এরও বেশি আঞ্চলিক ফেডারেশন নিয়ে গঠিত এই সংগঠনটি শিল্প, বাণিজ্য, প্রযুক্তি, উৎপাদন ও বাণিজ্য খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, পাশাপাশি নীতি সংস্কার ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিকে উৎসাহিত করে।

চেয়ারম্যান CCP প্রতিনিধি দলের পাকিস্তানে আগ্রহ প্রকাশকে স্বাগত জানান এবং বিদেশি বিনিয়োগ, উদ্ভাবন ও টেকসই উন্নয়ন উৎসাহিত করতে প্রতিযোগিতামূলক বাজার নিশ্চিত করার জন্য কমিশনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

আবির

×