ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৭ আগস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

তালতলীতে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

নিজস্ব সংবাদদাতা, তালতলী, বরগুনা

প্রকাশিত: ১৮:৫০, ৭ আগস্ট ২০২৫

তালতলীতে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

ছবি: সংগৃহীত

বরগুনার তালতলীতে অভিযান পরিচালনা করে গাঁজাসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে তালতলী উপজেলার মডেল মসজিদ কমপ্লেক্সের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক মো. বিল্লাল হোসেন (পিতা: মো. শাহজালাল) বরগুনা সদর উপজেলার লতাকাটা গ্রামের বাসিন্দা। অপরজন মোছা. রহিমা খাতুনের (পিতা: মজিদ হাওলাদার) বাড়ি তালতলী উপজেলার চরপাড়া গ্রামে।

সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনীর একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে মো. বিল্লাল হোসেন (২৯) ও মোছা. রহিমা খাতুন (৩৫) নামের দুইজনকে আটক করে। এসময় তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

সূত্র আরও জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারির সঙ্গে জড়িত এবং মাদক বিক্রির উদ্দেশ্যে মসজিদ কমপ্লেক্স সংলগ্ন স্থানে অবস্থান করছিল। অভিযান শেষে তাদের কাছ থেকে জব্দকৃত গাঁজাসহ তালতলী থানায় হস্তান্তর করা হয়।

তালতল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহজালাল বলেন, নৌবাহিনী একটি অভিযান পরিচালনা করে দুইজন মাদক কারবারিকে আটক করে থানায় হস্তান্তর করেছেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

মো. খাইরুল ইসলাম আকাশ/রাকিব

×