
ছবি: সংগৃহীত
বর্তমানে অনেকেই অনলাইনে টাকা লেনদেন করতে স্বচ্ছন্দ বোধ করেন। আর এ ক্ষেত্রেই ডেবিট ও ক্রেডিট কার্ড দুটোই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে প্রশ্ন হলো—দুটোর মধ্যে কোনটি ব্যবহার করলে আপনি তুলনামূলকভাবে বেশি সুবিধা পাবেন?
আসুন দেখে নেওয়া যাক, কোন দিক দিয়ে ক্রেডিট কার্ড এগিয়ে:
ক্রেডিট কার্ড ব্যবহার করে শপিং, খাওয়া-দাওয়া বা ভ্রমণের সময় আপনি রিওয়ার্ড পয়েন্ট অর্জন করতে পারেন। পরবর্তীতে এসব পয়েন্ট বিভিন্ন কেনাকাটায় কাজে লাগানো যায়।
অনেক ব্যাংকই ক্রেডিট কার্ডে নতুন গ্রাহকদের জন্য আকর্ষণীয় জয়েনিং বেনিফিট দেয়। যেমন: ক্যাশব্যাক, ফ্রি মেম্বারশিপ, গিফট ভাউচার এমনকি বিনামূল্যে ফ্লাইট টিকিট! নির্দিষ্ট পরিমাণ খরচ করলে কিছু ব্যাংক আবার জয়েনিং ফিও মাফ করে দেয়।
অনেক সময় নির্দিষ্ট মার্চেন্টে ক্রেডিট কার্ড ব্যবহার করলে আপনি ১% থেকে ১৫% পর্যন্ত ক্যাশব্যাক বা ছাড় পেতে পারেন।
ক্রেডিট কার্ডে লেনদেন সাধারণত আরও নিরাপদ। কারণ আপনার অনুমতি ছাড়া অর্থ কাটার সুযোগ নেই। কিন্তু ডেবিট কার্ডে কেউ যদি আপনার পিন জেনে যায়, তাহলে সরাসরি টাকা তুলে নিতে পারে।
সঠিকভাবে ক্রেডিট কার্ড ব্যবহারে আপনার ক্রেডিট স্কোর উন্নত হয়, যা ভবিষ্যতে ঋণ নেওয়ার সময় বড় সুবিধা এনে দিতে পারে।
ডেবিট কার্ড অনেক দেশে সীমিতভাবে কাজ করে। কিন্তু অধিকাংশ দেশে ক্রেডিট কার্ড স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যায়।
সর্বোপরি, দুটো কার্ডেরই নিজস্ব উপকারিতা আছে। তবে সুযোগ-সুবিধার দিক দিয়ে ক্রেডিট কার্ড অনেক সময়েই এগিয়ে থাকে। অবশ্যই বুঝে-শুনে ও দায়িত্বের সঙ্গে ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ।
আবির