
ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের এক বছরের কঠোর পদক্ষেপে নিত্যপণ্যের বাজার সিন্ডিকেট মুক্ত হয়েছে বলে দাবি করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বিকেলে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আয়োজিত ‘জুলাই পুনর্জাগরণ’ উপলক্ষে এক অনুষ্ঠানে উপদেষ্টা এই মন্তব্য করেন।
তিনি বলেন, “আমরা বাজার ব্যবস্থায় সিন্ডিকেশনকে নির্মূল করতে সক্ষম হয়েছি। আমরা টিসিবির কার্যক্রমকে অন্তর্ভুক্তিমূলক করতে পেরেছি।”
তিনি আরও জানান, জুলাই চেতনা বাস্তবায়নের অংশ হিসেবে নির্বাচনের আগেই দুর্নীতি দূর করে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে জ্বালানি সংকট নিরসনে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
উপদেষ্টা শেখ বশিরউদ্দিন দেশের সামষ্টিক অর্থনৈতিক (ম্যাক্রো ইকোনমি) অগ্রগতির চিত্র তুলে ধরেন। তিনি বলেন,
*ব্যালেন্স অব পেমেন্ট এ বর্তমানে সারপ্লাস রয়েছে।
*ফিনান্সিয়াল অ্যাকাউন্ট-এও রয়েছে উদ্বৃত্ত (সারপ্লাস)।
*রিজার্ভ যেখানে একসময় ১০ বিলিয়ন ডলারে নেমে গিয়েছিল, এখন তা বেড়ে ৩০ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
এই অগ্রগতিকে তিনি অন্তর্বর্তী সরকারের বাস্তবধর্মী নীতিমালার ফল বলে উল্লেখ করেন।
বাণিজ্য উপদেষ্টা আশ্বস্ত করেন, আগামী জাতীয় নির্বাচনের আগেই নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং চাকরির ব্যবস্থা নেওয়া হবে। এতে যুব সমাজের জন্য নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ছামিয়া