ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৮ আগস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

আখাউড়ার রেলওয়ে স্টেশনে মাদক সেবন, ৭ জনের কারাদণ্ড 

মো:সাইফুল ইসলাম, আখাউড়া

প্রকাশিত: ০০:১৬, ৮ আগস্ট ২০২৫

আখাউড়ার রেলওয়ে স্টেশনে মাদক সেবন, ৭ জনের কারাদণ্ড 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে এলাক প্রকাশ্যে মাদক সেবন করার অপরাধে  ভ্রাম্যমান আদালতে ৭ মাদকসেবীকে কারাদণ্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ফয়সল উদ্দিন এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্তরা হল ১.মো: সাইফুল (৩০) ২.রাজু (১৮) ৩.মো: জীবন হোসেন (৪৫) ৪.মো: মুন্না (২২) ৫.রাসেল (২০) ৬.রাসেল (১৮)৭.ফারুক ভান্ডারী (৪৮), আটককৃত প্রত্যেক কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (৫) ধারায় দশ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা সদস্যদের সহযোগিতায়  বৃহস্পতিবার সন্ধ্যায় আখাউড়ার রেলওয়ে স্টেশান এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক সেবনরত অবস্থায় এই ৭ জনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমান আদালতে প্রত্যেককে দশ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ফয়সল উদ্দিন জানান, মাদক বিরোধী এই ধরণের অভিযান অব্যহত থাকবে। বিশেষ করে রেলওয়ে স্টেশন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলেও তিনি জানান।

 

রাজু

×