
বাউফল উপজেলার কালিশুড়ি বানিজ্যিক বন্দরের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি ও গ্রাম পুলিশকে মারধরের অভিযোগে হাসান শিকদার (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
তিনি কালিশুড়ি ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. চুন্নু শিকদারের ছেলে। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে কালিশুরি বন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় ব্যবসায়ী মালিক সমিতির নেতারা জানান, হাসান শিকদার সম্প্রতি বন্দরের একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করেন। তার চাঁদাবাজির প্রতিবাদ করায় এক গ্রাম পুলিশকে মারধরও করেন তিনি।এছাড়া স্থানীয় ব্যবসায়ী শাহিন শিকদারের নতুন দোকান ঘর নির্মাণ নিয়ে বিরোধকে কেন্দ্র করে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন হাসান।
বিষয়টি ভুক্তভোগীরা বাউফলে অবস্থানরত সেনা ক্যাম্পে অভিযোগ আকারে জানান। অভিযোগের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাকে ঘটনাস্থল থেকে আটক করে।
বাউফল থানার (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, দোকান নির্মাণ নিয়ে বিরোধের ঘটনায় হাসান শিকদারকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রাজু