ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৮ আগস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

বিজিবির অভিযানে ১০ লক্ষাধিক টাকার চোরাচালান জব্দ

মো. মামুন চৌধুরী, হবিগঞ্জ

প্রকাশিত: ০০:৩১, ৮ আগস্ট ২০২৫

বিজিবির অভিযানে ১০ লক্ষাধিক টাকার চোরাচালান জব্দ

হবিগঞ্জে চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গাঁজা, মদ, গরু, চাল, ফুসকা, মশার কয়েল ও বাইসাইকেলসহ ১০ লাখ ১৩ হাজার ২০০ টাকা মূল্যের বিভিন্ন মালামাল জব্দ করেছে ৫৫ বিজিবি। গত ৪৮ ঘণ্টায় ১১টি পৃথক অভিযানে এসব চোরাচালান পণ্য জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দিবাগত রাতে এসব তথ্য নিশ্চিত করেন ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

৫৫ বিজিবি সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া ও রাজেন্দ্রপুর বিওপির টহল দল সীমান্তবর্তী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় মদ এবং ২৪ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে, যার বাজারমূল্য ১ লাখ ১৪ হাজার টাকা।

এছাড়া চুনারুঘাট উপজেলার দুধপাতিল ও গুইবিল বিওপির টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩০ বোতল ভারতীয় মদ, একটি গরু ও ৬০ প্যাকেট বাংলাদেশি মশার কয়েল জব্দ করে, যার বাজারমূল্য ৫ লাখ ৪৯ হাজার ৮০০ টাকা।

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ও কাকমারাছড়া বিওপির টহল দল অভিযান চালিয়ে ৬ বোতল ভারতীয় মদ, ৭৪ কেজি ফুসকা, ৩৯০ কেজি বাসমতি চাল, ৯৯০ প্যাকেট মশার কয়েল এবং একটি বাইসাইকেল জব্দ করে, যার মূল্য ৩ লাখ ৪৯ হাজার ৪০০ টাকা।

এই অভিযানের বিষয়ে বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, “বিজিবি হচ্ছে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক। চোরাচালান ও মাদক প্রতিরোধে আমরা সবসময় কঠোর অবস্থানে আছি। বিজিবির নিয়মিত অভিযান সমাজকে মাদকমুক্ত রাখতে সহায়তা করছে।”

তিনি আরও জানান, জব্দকৃত সব মালামাল ও মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, চলতি আগস্ট মাসে ৫৫ বিজিবি পরিচালিত অভিযানে এ পর্যন্ত মোট ২৪ লাখ ১৫ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের মাদক ও চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে।

মিমিয়া

×