ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৭ আগস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

কয়েক মিনিটেই সার্টিফিকেটের ভুল সংশোধন করবেন যেভাবে

প্রকাশিত: ১৭:৪৬, ৭ আগস্ট ২০২৫

কয়েক মিনিটেই সার্টিফিকেটের ভুল সংশোধন করবেন যেভাবে

ছবি:সংগৃহীত

এক সময় সার্টিফিকেট সংশোধনের জন্য শিক্ষা বোর্ডে সরাসরি গিয়ে আবেদন করতে হতো। তবে ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় এখন এই আবেদন অনলাইনে করাই সম্ভব। এসএসসি, এইচএসসি কিংবা জেএসসি বা সমমানের সনদে ভুল থাকলে সংশোধনের জন্য এখন ঘরে বসেই অনলাইনে আবেদন করা যায়।

নিচে ধাপে ধাপে দেওয়া হলো কীভাবে সার্টিফিকেট সংশোধনের জন্য আবেদন করবেন—

আবেদন করার ধাপসমূহ:

  • প্রথমে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করুন।
  • ওয়েবসাইটে ‘Online Application’ লিংকে ক্লিক করুন।
  • বোর্ড অনুযায়ী ইন্টারফেস আলাদা হলেও প্রতিটিতেই সংশোধনের অপশন রয়েছে।
  • উদাহরণ হিসেবে, যশোর বোর্ডে “Name & Age Correction” অপশনে ক্লিক করুন।
  • এরপর নতুন একটি পেজ খুলবে, যেখানে পরীক্ষার ধরন (জেএসসি/এসএসসি/এইচএসসি), পাসের সন, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, কেন্দ্রের নাম ও কোড নম্বর দিতে হবে।
  • ফাইন্ড অপশনে ক্লিক করলে আপনার তথ্য চলে আসবে।
  • মোবাইল নম্বর, বর্তমান ও স্থায়ী ঠিকানা দিতে হবে।
  • আপনি কোন তথ্য সংশোধন করতে চান তা নির্ধারণ করতে হবে। সংশ্লিষ্ট ঘরে টিক চিহ্ন দিলে সংশ্লিষ্ট তথ্য সম্পাদনার ঘর খুলবে।
  • সংশোধনের কারণ একটি নির্ধারিত ঘরে লিখে দিতে হবে।
  • প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান করে নির্ধারিত ঘরে আপলোড করতে হবে।

আপলোড করার প্রয়োজনীয় ডকুমেন্টস:

  • জন্ম সনদ
  • প্রাথমিক শিক্ষা সমাপনী সনদ (যদি প্রযোজ্য হয়)
  • প্রতিষ্ঠানের প্রধানের প্রত্যয়নপত্র
  • জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন
  • এফিডেভিট (যদি প্রযোজ্য হয়)
  • বয়স প্রমাণের মেডিকেল সনদ
  • ইউনিয়ন চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলরের প্রত্যয়নপত্র

আবেদন সাবমিটের পর করণীয়:

  • আবেদন সাবমিট করার পর সোনালী সেবার মাধ্যমে সরকারি ফি পরিশোধ করতে হবে।
  • প্রিন্ট করা পিডিএফ কপি নিয়ে ব্যাংকে গিয়ে টাকা জমা দিতে হবে।
  • এরপর এসএমএসের মাধ্যমে জানানো হবে কোন তারিখে সংশ্লিষ্ট সভায় যেতে হবে।
  • অনলাইনে লগ-ইন করে স্ট্যাটাস দেখা যাবে।
  • অনুমোদন হলে প্রিন্ট করে সংশ্লিষ্ট দপ্তরে জমা দিতে হবে।

এফিডেভিট ও পত্রিকায় বিজ্ঞপ্তি:

  • নাম বা জন্ম তারিখ সংশোধনের জন্য প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট বা নোটারি পাবলিকের কাছে এফিডেভিট করতে হবে।
  • বয়স ১৮ বছরের বেশি হলে আবেদনকারী নিজেই এফিডেভিট করতে পারেন।
  • ১৮ বছরের কম হলে বা পিতা-মাতার নাম সংশোধন করতে হলে অভিভাবকের পক্ষ থেকে হলফনামা করতে হবে।
  • এফিডেভিটে সংশোধনের কারণ ও পরীক্ষার সকল তথ্য উল্লেখ করতে হবে।
  • এরপর একটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। বিজ্ঞপ্তিতে হলফনামার তথ্য ও রেজিস্ট্রেশন নম্বর সংক্ষেপে দিতে হবে।

সময়কাল:

  • সামান্য সংশোধনের ক্ষেত্রে: সাধারণত ৩–৪ মাস সময় লাগে।
  • জন্ম তারিখ বা বড় ধরনের সংশোধনের ক্ষেত্রে: সময় ১ বছর বা তার বেশি হতে পারে।
 

মারিয়া

×