ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৭ আগস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

ছবিতে লুকিয়ে থাকা কুমিরটিকে ৮ সেকেন্ডে খুঁজে বের করতে পারলে সত্যিই আপনি ঈগল চোখের অধিকারী!

প্রকাশিত: ১৫:০০, ৭ আগস্ট ২০২৫; আপডেট: ১৫:০১, ৭ আগস্ট ২০২৫

ছবিতে লুকিয়ে থাকা কুমিরটিকে ৮ সেকেন্ডে খুঁজে বের করতে পারলে সত্যিই আপনি ঈগল চোখের অধিকারী!

ছবি: সংগৃহীত

রেডিটে সম্প্রতি একটি ভাইরাল ধাঁধার ছবি ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে—একটি জলাভূমির প্রাকৃতিক দৃশ্যে কোথাও নিখুঁতভাবে লুকিয়ে আছে একটি কুমির। চ্যালেঞ্জটা হলো—মাত্র ৮ সেকেন্ডে সেটাকে খুঁজে বের করতে হবে!

অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রম দীর্ঘদিন ধরেই দর্শকদের আকৃষ্ট করে আসছে। একদিকে যেমন এগুলো মস্তিষ্কের পর্যবেক্ষণ ক্ষমতার পরীক্ষা নেয়, তেমনি আবার মজাদার বিনোদনও দেয়। এই ছবিটিও তার ব্যতিক্রম নয়।

ছবিটির প্রথম নজরে মনে হবে, একটি শান্ত ও মনোরম জলাভূমি—উঁচু ঘাস, হালকা পানির ঢেউ আর মেঘলা আকাশের প্রতিফলন যেন এক নিঃস্তব্ধ পরিবেশ গড়ে তুলেছে। কিন্তু এই দৃশ্যের মধ্যেই নিখুঁতভাবে রং আর টেক্সচারে মিশে গেছে একটি কুমির, যা সহজে চোখে পড়ে না।

রেডিট ব্যবহারকারী AnastasiaHouston1987 ছবিটি পোস্ট করার পর এটি নিয়ে শুরু হয় আলোচনা আর খোঁজাখুঁজি। কেউ সঙ্গে সঙ্গে খুঁজে পেয়েছেন বলে দাবি করেছেন, আবার কেউ চোখের সামনে থেকেও সেটিকে খুঁজে পেতে ব্যর্থ হয়েছেন।

রেডিটে পোস্টটি ঘিরে নানা ধরণের মন্তব্য উঠে এসেছে। একজন লিখেছেন, "আমি আসলে খুঁজে পেতে চাই না, কুমির দেখে ভয় পাই!"
আরেকজন সাফল্যের দাবি করে লেখেন, "ছবির নিচের মাঝামাঝি যে একটিমাত্র ঘাসের ব্লেড আছে, তার ডান পাশে কুমিরটা আছে।"

তবে অনেকেই হতাশা প্রকাশ করেছেন। কেউ লিখেছেন, "এটা খুঁজে পেতে আমার যতো সময় লেগেছে, সেটা নিয়ে আমি নিজেই অস্বস্তিতে আছি।"
একজন তো রহস্য বাড়িয়ে বলেন, "তোমার ভুল হচ্ছে ভাবা যে এখানে শুধু একটা কুমির আছে।"
আরেকজন একেবারে পরাজয় স্বীকার করে মন্তব্য করেন, "আমি হেরে গেছি।"

আপনি পারবেন? আরেকবার দেখে নিন

যদি আপনি এখনো ছবিতে কুমিরটিকে খুঁজে না পেয়ে থাকেন, তাহলে আবার চোখ মেলে তাকান। হয়তো সেটা আপনার চোখের সামনেই লুকিয়ে আছে—শুধু আপনি বুঝতে পারেননি।

শিহাব

×