
ছবি: দৈনিক জনকন্ঠ।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলাকে মাদক, চাঁদাবাজ, ভূমিদস্যু, কিশোর গ্যাং এবং দালালমুক্ত করার দাবিতে উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেছে সামাজিক সংগঠন আনোয়ারা ওয়েলফেয়ার অর্গানাইজেশন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে সংগঠনটির নেতৃবৃন্দ আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার ও সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা বরাবর আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি হস্তান্তর করেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জনজীবনে শান্তি ফিরিয়ে আনতে উপজেলাকে মাদক, চাঁদাবাজি, দালালি ও ভূমিদস্যুদের দৌরাত্ম্য থেকে মুক্ত করতে হবে। পাশাপাশি উঠতি বয়সী কিশোরদের কিশোর গ্যাংয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড থেকে ফিরিয়ে আনতে প্রয়োজন সামাজিক সচেতনতা ও প্রশাসনের কঠোর নজরদারি।
এছাড়া সরকারি দপ্তরগুলোতে জনসেবার মান বাড়াতে হেল্প ডেস্ক চালুর দাবি জানানো হয় স্মারকলিপিতে। একইসাথে আনোয়ারা উপজেলায় অবস্থিত বিভিন্ন শিল্প-কারখানায় স্থানীয় যোগ্য প্রার্থীদের চাকরিতে অগ্রাধিকার নিশ্চিত করার দাবিও জানানো হয়।
এ সময় আনোয়ারা ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নেতৃবৃন্দ বলেন, আমরা চাই, আনোয়ারা হোক একটি আদর্শ, নিরাপদ ও নাগরিকবান্ধব উপজেলা। এর জন্য প্রয়োজন প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগ।
স্মারকলিপি গ্রহণকালে ইউএনও তাহমিনা আক্তার সংশ্লিষ্ট দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
মিরাজ খান