ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৮ আগস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

গুরুত্বপূর্ণ এক ফিচার বন্ধ করছে ট্রুকলার, ৩০ সেপ্টেম্বরের আগেই সম্পন্ন করুন এই কাজ

প্রকাশিত: ২০:০১, ৭ আগস্ট ২০২৫; আপডেট: ২০:০৩, ৭ আগস্ট ২০২৫

গুরুত্বপূর্ণ এক ফিচার বন্ধ করছে ট্রুকলার, ৩০ সেপ্টেম্বরের আগেই সম্পন্ন করুন এই কাজ

ছবি: সংগৃহীত

কলার আইডি চেনার কথা উঠলেই যে অ্যাপটির নাম প্রথমেই আসে, তা হলো Truecaller। শুধু পরিচয় জানার সুবিধা নয়, অজস্র ব্যবহারকারীর জন্য এই অ্যাপটি হয়ে উঠেছে কল ম্যানেজমেন্টের অন্যতম প্রধান মাধ্যম। তবে এবার এক গুরুত্বপূর্ণ ফিচার বন্ধ করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি—যা বিশেষ করে আইফোন ব্যবহারকারীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

ট্রুকলার জানিয়েছে, ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর থেকে আইওএস (iOS)-এ কল রেকর্ডিং ফিচারটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে। প্রতিষ্ঠানটি বলছে, তাদের মূল ফিচারগুলোর ওপরই এখন বেশি জোর দেওয়া হবে, যেমন লাইভ কলার আইডি এবং স্বয়ংক্রিয় স্প্যাম ব্লকিং।

চ্যালেঞ্জের মধ্যেও চালু হয়েছিল ফিচারটি

অ্যান্ড্রয়েডের তুলনায় অ্যাপলের আইওএস সিস্টেমে কল রেকর্ডিং অনেক বেশি কঠিন, কারণ অ্যাপলের গোপনীয়তা নীতিমালা কঠোর এবং তারা থার্ড পার্টি অ্যাপকে সরাসরি কল রেকর্ড করার অনুমতি দেয় না।

এই সীমাবদ্ধতা এড়াতেই ট্রুকলার একটি বিশেষ উপায় নেয়—তারা ‘রেকর্ডিং লাইন’ নামে একটি মার্জ সিস্টেম ব্যবহার করে কল রেকর্ড করে আসছিল। কিন্তু প্রযুক্তিগত সীমাবদ্ধতা ও অ্যাপলের সাম্প্রতিক আপডেটের কারণে এবার তারা সিদ্ধান্ত নিয়েছে এটি বন্ধ করে দেওয়ার।

iOS 18.1-এর কারণে সিদ্ধান্ত?

নতুন করে এই ফিচারটি সরিয়ে দেওয়ার অন্যতম কারণ হল অ্যাপলের নিজস্ব কল রেকর্ডিং সুবিধা। সাম্প্রতিক iOS 18.1 আপডেটে অ্যাপল ইনবিল্ট কল রেকর্ডিং ও ট্রান্সক্রিপশন চালু করেছে, যা AI-সাপোর্টেড। এর ফলে আর আলাদা করে থার্ড পার্টি অ্যাপের প্রয়োজন পড়ছে না। স্বাভাবিকভাবেই, ট্রুকলারের কল রেকর্ডিং ফিচার এখন অনেকটাই গুরুত্ব হারাচ্ছে।

রেকর্ডিং সংরক্ষণের সুযোগ

যারা আগেই ট্রুকলারের মাধ্যমে কল রেকর্ড করেছেন, তাদের চিন্তার কিছু নেই। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগের রেকর্ডিং মুছে ফেলা হবে না। ডাউনলোড, শেয়ার বা iCloud-এ সেভ করে রাখার অপশন থাকবে।

ট্রুকলার এই পরিবর্তন সহজে বোঝার জন্য একটি হেল্প পেজ চালু করেছে, যেখানে ধাপে ধাপে ব্যাখ্যা দেওয়া হয়েছে কীভাবে পুরনো রেকর্ডিং সংরক্ষণ করতে হবে।

যারা আইফোনে ট্রুকলারের মাধ্যমে কল রেকর্ড করে আসছিলেন, তারা যেন ৩০ সেপ্টেম্বরের আগেই নিজেদের প্রয়োজনীয় রেকর্ডিংগুলো ডাউনলোড করে নেন—এমন পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। ভবিষ্যতে কল রেকর্ড করতে হলে ব্যবহার করতে হবে অ্যাপলের নিজস্ব সিস্টেম।

রাকিব

×