ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৮ আগস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

মঞ্চ নেই, শিল্পী নেই, তবু গান চলছে—শ্রোতাদের বোকা বানাচ্ছে এআই!

প্রকাশিত: ১৯:২৯, ৭ আগস্ট ২০২৫

মঞ্চ নেই, শিল্পী নেই, তবু গান চলছে—শ্রোতাদের বোকা বানাচ্ছে এআই!

ছবি: সংগৃহীত

সম্পূর্ণ এআই দিয়ে বানানো কল্পিত ব্যান্ড ভেলভেট সানডাউন—তাদের গান, গানের কথা, এমনকি অ্যালবাম কাভারও সবই এআই তৈরি। বিষয়টা নিয়ে সংগীত দুনিয়ায় এখন বেশ বিতর্ক চলছে। অনেকেই বলছেন—শ্রোতাদের জানানো উচিত তারা যা শুনছে, তা মানুষের তৈরি, নাকি মেশিনের।

আজকাল গান তৈরি করতে শুধু প্রতিভা নয়, দরকার কিছু প্রম্পট আর একটা এআই টুল। Suno আর Udio-এর মতো প্ল্যাটফর্ম দিয়ে যে কেউ এখন পুরো একটা গান বানাতে পারে।

গানটা কে বানিয়েছে, জানবেন কীভাবে?

১. সোশ্যাল মিডিয়ায় খুঁজুন – সেই ব্যান্ড বা শিল্পীর ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউব আছে কি না দেখুন। কনসার্ট, ভিডিও, রেকর্ড লেবেল এসব কিছু আছে কি? না থাকলে সন্দেহ হতেই পারে।

. Suno/Udio প্ল্যাটফর্মে খুঁজুন – অনেক সময় সেখানে গানের নাম বা ব্যবহারকারীর নাম দিয়ে খুঁজে বের করা যায় গানটা কোথা থেকে এসেছে।

স্ট্রিমিং অ্যাপ Deezer এখন থেকে জানিয়ে দিচ্ছে কোন গান এআই দিয়ে বানানো। তারা বলছে, প্রতিদিন তাদের প্ল্যাটফর্মে আপলোড হওয়া ১৮% গানই এখন এআই-জেনারেটেড।

IRCAM Amplify-এর মতো কিছু টুল আছে যেখানে গান আপলোড করলে বলে দিতে পারে সেটা AI বানিয়েছে কি না। তবে একশোভাগ সঠিক নয়—ভুলও হতে পারে।

এআই-জেনারেটেড গানের কথাগুলো অনেক সময় দুর্বল হয়—একই শব্দ বারবার আসে বা ছন্দ খাপছাড়া হয়। Suno দিয়ে তৈরি গানে “neon”, “shadows”, “whispers”—এই শব্দগুলো বারবার আসে বলে জানাচ্ছেন অনেকে।

শুধু শুনে বোঝা কঠিন এখন কোন গান মানুষের তৈরি, কোনটা মেশিনের। প্রযুক্তি এত দ্রুত এগোচ্ছে যে আমাদের চোখ-কান ঠকিয়ে দিচ্ছে। এ অবস্থায় অনেকেই বলছেন—শ্রোতাদের জানিয়ে দেওয়া উচিত, তারা আসলে কী শুনছে।

আবির

×