ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৭ আগস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

বিদেশি অস্ত্র নয়, এবার নিজের তৈরি ‘দানব ট্যাঙ্ক’ নিয়ে মাঠে ইরান!

প্রকাশিত: ১৫:১৪, ৭ আগস্ট ২০২৫

বিদেশি অস্ত্র নয়, এবার নিজের তৈরি ‘দানব ট্যাঙ্ক’ নিয়ে মাঠে ইরান!

ছবি: সংগৃহীত

বিদেশি অস্ত্রের ওপর নির্ভরতা কমিয়ে এবার নিজস্ব প্রযুক্তিতে তৈরি ভয়ংকর এক যুদ্ধযন্ত্র মাঠে নামিয়েছে ইরান। দেশটির প্রতিরক্ষা শিল্প কারিগররা তৈরি করেছেন অত্যাধুনিক ‘কারার’ ট্যাঙ্ক—যা শুধু একটি যুদ্ধযন্ত্রই নয়, বরং ইরানের সামরিক আত্মনির্ভরতার প্রতীক বলেই বিবেচিত হচ্ছে।

ইরানি সংবাদমাধ্যম পার্স টুডে’র এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রায় ৫১ টন ওজনের এই দানবীয় ট্যাংকে রয়েছে ১২৫ মিলিমিটার কামান, যা থেকে ছুটে আসা শেল শুধু সাঁজোয়া যান নয়, শক্ত কাঠামোও ভেদ করতে সক্ষম।

ট্যাঙ্কটির বাইরের আবরণে রয়েছে উন্নত যৌগিক বর্ম, যা একে সুরক্ষা দেয় বিস্ফোরক, ট্যাঙ্কবিধ্বংসী ক্ষেপণাস্ত্র এমনকি ড্রোন হামলার মতো হুমকি থেকেও।

ভেতরের প্রযুক্তিও তাক লাগানো। নাইট ভিশন ক্যামেরা, লেজার টার্গেটিং, ডিজিটাল ফায়ার কন্ট্রোল সিস্টেম এবং স্বয়ংক্রিয় লক্ষ্য সমন্বয়ের মতো অত্যাধুনিক প্রযুক্তির সংমিশ্রণ ট্যাঙ্কটিকে দিয়েছে ভয়ংকর সক্ষমতা। ফলে রাতের অন্ধকারেও নিখুঁতভাবে আঘাত হানতে পারে এটি।

গতির দিক থেকেও পিছিয়ে নেই কারার। ঘণ্টায় সর্বোচ্চ ৭০ কিলোমিটার বেগে চলতে সক্ষম এই ট্যাঙ্ক, এমনকি উঁচু-নিচু পাহাড়ি পথেও অনায়াসে চলাচল করতে পারে।

সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো—এটিতে রয়েছে সম্পূর্ণ ডিজিটাল কমান্ড সিস্টেম, যার মাধ্যমে একাধিক ট্যাঙ্ক সম্মিলিতভাবে সংঘবদ্ধ অভিযানে অংশ নিতে পারে। আগে এমন সুবিধা কেবল যুক্তরাষ্ট্র, রাশিয়া বা চীনের মতো প্রযুক্তিনির্ভর শক্তিধর দেশগুলোর ট্যাঙ্ককেই দেখা যেত।

ইরানের দাবি, এই ট্যাঙ্ক যেকোনো আধুনিক সামরিক হুমকি মোকাবেলায় প্রস্তুত। এটি শুধু একটি অস্ত্রই নয়, বরং ইরানের প্রতিরক্ষা শিল্পের অগ্রগতির প্রতিচ্ছবি।

বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূখণ্ডে এই ট্যাংকের আত্মপ্রকাশ ইঙ্গিত দিচ্ছে নতুন সামরিক প্রতিযোগিতার। ইরান যেভাবে নিজস্ব প্রযুক্তিতে ভারী অস্ত্র উৎপাদনের পথে এগোচ্ছে, তা শুধু আত্মনির্ভরতার প্রতীক নয়, বরং ভূরাজনীতিতেও বড় ধরনের পরিবর্তনের বার্তা দিচ্ছে।

‘ফায়ার বিটল’ নামে পরিচিত এই ট্যাংক এখন শুধু কামানের গোলাই নয়, বহন করছে একটি দেশের সম্মান, মর্যাদা ও প্রতিরোধের বার্তা।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=BBlNU8VmPbo

রাকিব

×