
ছবি: সংগৃহীত
১৯৭১ সালে করা ‘ভুল’ স্বীকার করে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে জামায়াতকে নির্বাচনে অংশগ্রহণের পরামর্শ দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় জামায়াত যে ভুল করেছে, তা এখনো সংশোধনের সুযোগ রয়েছে। ক্ষমা না চাওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, “ক্ষমা চান, নির্বাচনে অংশ নিন। এতে অন্তত কিছুটা হলেও অতীতের ভুল মোচন হতে পারে। আর যদি নির্বাচন প্রতিরোধে রাস্তায় নামেন, তাহলে সেই ভুল আরও বড় হবে।”
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মওলানা আকরম খাঁ হলে বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতের উদ্দেশে দুদু আরও বলেন, অতীতে গণতান্ত্রিক আন্দোলনের স্বার্থে বিএনপি জামায়াতের পাশে দাঁড়িয়েছিল। সেই সময় জামায়াতের সামনে গণমানুষের কাছাকাছি আসার একটি সুযোগ তৈরি হয়েছিল। জাতীয় স্বার্থে বিএনপি তখন তাদের পাশে থাকলেও বিএনপি নিজেই ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই স্মৃতিকে মনে রাখার পরামর্শ দেন তিনি, উল্লেখ করে বলেন, “এটা আপনার এবং দেশের জন্যই মঙ্গলজনক হবে।”
তিনি দাবি করেন, বিএনপি এখন একমাত্র রাজনৈতিক দল যার শিকড় দেশের সর্বস্তরে বিস্তৃত। “যেখানে ১০ জন আছে, সেখানে ৬-৭ জন বিএনপির সমর্থক,” বলেন তিনি। আওয়ামী লীগকে উদ্দেশ করে বলেন, “আওয়ামী লীগ ছিল, এখন হারিয়ে গেছে।” তাঁর মতে, বিএনপি যদি ঘুরে দাঁড়াতে পারে, তাহলে দেশ রক্ষায় পুলিশেরও প্রয়োজন হবে না, জনগণই তা পারবে। এজন্য বিএনপিকে ঠেকাতে নানা ধরনের “অজুহাত, বিভ্রান্তি ও নাটক” সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
ছাত্রদলের সাবেক এই সভাপতি আরও বলেন, ড. ইউনূসের নেতৃত্বে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে বিএনপি বিশ্বাস করে এবং এই উদ্যোগকে দলটি সমর্থন করে যাচ্ছে। সরকার সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছে, নির্বাচন কমিশনও প্রস্তুতি নিচ্ছে, কিন্তু কিছু দল নির্বাচনের বিরোধিতা করছে, পথে নামার হুমকি দিচ্ছে। তিনি সতর্ক করে বলেন, “নির্বাচন না হলে দেশ অনিশ্চয়তার দিকে যাবে।”
স্বাধীনতা পরবর্তী সময়ে জাতির জনক শেখ মুজিবুর রহমানের শাসনামলের সমালোচনা করে তিনি বলেন, “জাতি যে প্রত্যাশা করেছিল, তা পূরণ হয়নি। ৪০ হাজার বিরোধী দলের নেতা নিহত হন, দুর্ভিক্ষে মানুষ না খেয়ে মারা যায়।” ’৭২ থেকে ’৭৫ সময়কাল যারা প্রত্যক্ষ করেনি, কেবল বই পড়ে তারা সে সময়ের প্রকৃত চিত্র বুঝতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
শিহাব