ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৮ আগস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

এই সরকার জনগণের জান-মালের নিরাপত্তায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২০:২৩, ৭ আগস্ট ২০২৫; আপডেট: ২০:২৩, ৭ আগস্ট ২০২৫

এই সরকার জনগণের জান-মালের নিরাপত্তায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী

জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, দেশ আজ লুটপাট, চাঁদাবাজি ও সন্ত্রাস, রাহাজানির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। এই সরকার জনগণের জান-মালের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তিনি বৃহস্পতিবার বিকাল ৫টায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় কারাইল-এ পল্লীবন্ধু পরিষদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, জাতীয় পার্টি নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। বিভিন্ন সময় সরকারি মদদে জাতীয় পার্টিকে খণ্ডিত করা হয়েছে। কিন্তু, হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শে জাতীয় পার্টি কখনো দুর্বল হয়নি। আজও জিএম কাদেরের নেতৃত্বে তৃণমূলের প্রতিটি ইউনিট এবং নেতাকর্মী, সমর্থকরা ঐক্যবদ্ধ আছে।

এই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়ামের অন্যতম সদস্য শেরীফা কাদের, আলমগীর সিকদার লোটন, শামসুন নাহার বেগম, চেয়ারম্যানের উপদেষ্টা মোঃ খলিলুর রহমান খলিল, ভাইস চেয়ারম্যান হুমায়ুন খান, সাংগঠনিক সম্পাদক নির্মল দাস।

পল্লীবন্ধু পরিষদের আহ্বায়ক এ্যাড. ড. আজহারুল ইসলাম শামীম-এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ সাইফুর রহমান ইমনের সঞ্চালনায় এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চেয়ারম্যানের উপদেষ্টা প্রফেসর ড. গোলাম মোস্তফা, এম. নুরুজ্জামান জামান, জাহিদ হাসান, ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন, যুগ্ম মহাসচিব এম.এ. হান্নান, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের, যুগ্ম দপ্তর সমরেশ মণ্ডল মানিক, কেন্দ্রীয় সদস্য হুমায়ুন কবির শাওন, উজ্জ্বল চাকমা, পল্লীবন্ধু পরিষদের এস.এ. সাদেক, হাজী আরিফ, মোঃ আলমগীর, নজরুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।

আফরোজা

×