
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের আনোয়ারায় বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামীলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে আনোয়ারা থানা পুলিশ। বুধবার রাতে এক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার হাইলধর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব মাইজপাড়া অলী হাজীর বাড়ির মৃত হাবিবুর রহমানের ছেলে এবং আনোয়ারা উপজেলা শ্রমিক লীগ সিইউএফএল শাখার সহ শ্রমিক কল্যাণ সম্পাদক ও সিইউএফএল সিবিএ এর যুগ্ম সম্পাদক আনিসুর রহমান জুয়েল (৩৮) ও একই ইউনিয়নের ১নং ওয়ার্ডের খাসখামা বধু তালুকদার বাড়ির মৃত আব্দুল মোতালেবের ছেলে জাহাঙ্গীর আলম (৫০)।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন বলেন, বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরক মামলায় অভিযুক্ত ২ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
আসিফ