
ছবি:সংগৃহীত
যখন যুদ্ধবিমান নিয়ে আলোচনা হয়, তখন চোখে পড়ে অত্যাধুনিক প্রযুক্তির স্টেলথ ফাইটার কিংবা বিশাল বোমারু বিমান। যেমন যুক্তরাষ্ট্রের বি-২ স্পিরিট, যেটি সম্প্রতি ইরানে ৩০,০০০ পাউন্ডের বোমা ফেলেছে। কিন্তু বাস্তবে যেসব যন্ত্র প্রতিদিনের সামরিক চাহিদায় সবচেয়ে বেশি নির্ভরযোগ্য, তা হলো হেলিকপ্টার।
বহু দেশের সামরিক বাহিনী হেলিকপ্টারের মাধ্যমে অভিযান চালায়—সেনা পরিবহন, উদ্ধার তৎপরতা, রসদ সরবরাহ কিংবা সরাসরি হামলা—সবখানেই এই চপারগুলো অনন্য। FlightGlobal প্রকাশিত ২০২৫ সালের বিশ্ব সামরিক উড়োজাহাজ সংক্রান্ত প্রতিবেদনের তথ্য অনুযায়ী দেখা গেছে, অনেক দেশের বাহিনীতে যুদ্ধবিমানের চেয়ে হেলিকপ্টারের সংখ্যা বেশি।
চলুন দেখে নেওয়া যাক, বর্তমানে কোন ১৩টি দেশের হাতে সবচেয়ে বেশি সক্রিয় সামরিক হেলিকপ্টার রয়েছে।
১৩. জার্মানি – ২৭৮টি
জার্মানি ইউরোপের অন্যতম শক্তিধর দেশ হলেও হেলিকপ্টারের সংখ্যা তুলনামূলক কম। সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীতে ভাগ করে এই হেলিকপ্টারগুলো ব্যবহার করা হয়। বহরে আছে ইউরোপীয় NH90, CH-53G এবং Eurocopter Tiger। ভবিষ্যতে আরও H145 এবং CH-47 Chinook যুক্ত হওয়ার কথা।
১২. আলজেরিয়া – ২৯৯টি
আফ্রিকার উত্তরাঞ্চলের এই দেশটির হেলিকপ্টার সংখ্যা প্রায় ৩০০। সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সোভিয়েত আমলের Mi-8 এবং এর আধুনিক সংস্করণ Mi-17 ও Mi-171। এছাড়াও আছে Mi-24 যুদ্ধ হেলিকপ্টার। তবে নতুন হেলিকপ্টার কেনার কোনো পরিকল্পনা নেই।
১১. পাকিস্তান – ৩২১টি
পাকিস্তানের বহরে যুদ্ধবিমান বেশি হলেও হেলিকপ্টারও উল্লেখযোগ্য। সবচেয়ে বেশি ব্যবহৃত হয় AH-1F কোবরা ও Mi-8। সেনাবাহিনী প্রধান হেলিকপ্টার ব্যবহারকারী বাহিনী। তুরস্ক থেকে ৩০টি T129 হেলিকপ্টার কেনার পরিকল্পনা রয়েছে।
১০. মিশর – ৩৪৮টি
মধ্যপ্রাচ্যের মধ্যে মিশরের হেলিকপ্টার বহর সবচেয়ে বড়। Apache AH-64D ও রাশিয়ান Ka-52 Alligator—দুটি প্রতিদ্বন্দ্বী অ্যাটাক হেলিকপ্টারই তারা ব্যবহার করে, যা একমাত্র মিশরই করে। তাদের বহরে পুরনো Gazelle এবং Mi-8-ও রয়েছে।
৯. ইতালি – ৩৫০টি
নিজস্ব নির্মিত A129 Mangusta থেকে শুরু করে আধুনিক AW101 ও NH90, ইতালির হেলিকপ্টার বহর বৈচিত্র্যপূর্ণ। সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনী মিলিয়ে এই হেলিকপ্টারগুলো ব্যবহৃত হচ্ছে। পুরনো মডেলগুলো ধাপে ধাপে প্রতিস্থাপন করছে।
৮. ফ্রান্স – ৪৩০টি
ফ্রান্স তাদের নিজস্ব নির্মিত হেলিকপ্টারেই বেশি নির্ভরশীল। Gazelle, Airbus NH90 এবং নতুন H160M দিয়ে তারা ধীরে ধীরে তাদের বহরকে আধুনিক করছে। তিন বাহিনীই একযোগে নতুন হেলিকপ্টার পাচ্ছে।
৭. তুরস্ক – ৫৪২টি
তুরস্ক এখনো পুরনো UH-1H হেলিকপ্টার ব্যবহার করে। সেনাবাহিনী ও বিমানবাহিনীতে এই হেলিকপ্টারগুলো এখনো সচল। Bell 205 ও দেশীয়ভাবে তৈরি T129 হেলিকপ্টারও ব্যবহৃত হয়। তুরস্কের পুলিশ বাহিনীও সন্ত্রাসবিরোধী কাজে T129 ব্যবহার করে।
৬. জাপান – ৫৮১টি
জাপানের হেলিকপ্টার বহর বড় এবং আধুনিক। Fuji-Bell UH-1J হেলিকপ্টারগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হলেও সেগুলো এখন ধাপে ধাপে বদলে যাচ্ছে নতুন UH-X মডেলে। এছাড়াও রয়েছে Sikorsky S-70 সিরিজের প্রায় ২০০টির মতো হেলিকপ্টার।
৫. দক্ষিণ কোরিয়া – ৬৭৮টি
প্রায় ২৫০টির মতো MD500 হেলিকপ্টার এখনো কোরিয়ার সেনাবাহিনীতে ব্যবহৃত হয়। তবে দেশীয় KAI তৈরি LAH ও KUH-1 Surion দিয়ে পুরনোগুলো প্রতিস্থাপন করা হচ্ছে।
৪. ভারত – ৮৮৫টি
ভারতের হেলিকপ্টার বহর বেশ সমৃদ্ধ। দেশীয়ভাবে তৈরি HAL Dhruv এবং Rudra হেলিকপ্টার বেশি ব্যবহৃত হয়। এছাড়া Mi-17 এবং ভারতীয় নৌবাহিনীর Dhruv সহ মিলে তিন বাহিনীর কাছেই রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক হেলিকপ্টার।
শীর্ষ তিন হেলিকপ্টার-শক্তিধর দেশ
৩. চীন – ৯১৩টি
চীনের হেলিকপ্টার বহরের বড় অংশ স্থানীয়ভাবে তৈরি। তাদের বাহিনীতে রয়েছে Z-10, Z-19, Mi-17, Ka-27 এবং কিছু S-70 হেলিকপ্টার। দেশীয়ভাবে তৈরি নতুন Z-20 হেলিকপ্টার যুক্ত হচ্ছে বহরে।
২. রাশিয়া – ১,৫৪৩টি
রাশিয়ার হেলিকপ্টার শক্তি গড়ে উঠেছে মূলত Mi-8/17 ও Mi-24/35 এর ওপর। Kamov ও Mil ডিজাইনগুলোই বহরে বেশি। পুরনো Mi-8-এর স্থলাভিষিক্ত হতে পারে নতুন Mi-80, যার পরিকল্পনা ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের।
১. যুক্তরাষ্ট্র – ৫,৫৪৭টি
যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার সংখ্যা এতটাই বেশি যে, দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া দেশ রাশিয়া ও চীনের হেলিকপ্টার মিলিয়েও তা ছাড়াতে পারে না। Black Hawk হেলিকপ্টার সবচেয়ে বেশি ব্যবহৃত—মাত্র সেনাবাহিনীই ব্যবহার করে ২,২৭৬টি। সব বাহিনী মিলিয়ে হেলিকপ্টারের সংখ্যা ৫,৫৪৭। এমনকি যদি শুধু Black Hawk বাদও দেওয়া হয়, তাহলেও যুক্তরাষ্ট্রের হাতে থাকে ২,৭০০-এর বেশি হেলিকপ্টার।
তথ্যসংগ্রহ ও বিশ্লেষণ
এই প্রতিবেদনটি তৈরি হয়েছে FlightGlobal-এর ২০২৫ সালের প্রকাশিত “World Air Forces” ডিরেক্টরির তথ্যের ভিত্তিতে। কেবল সক্রিয় যুদ্ধ হেলিকপ্টার হিসাব করা হয়েছে। প্রশিক্ষণ কিংবা পরিবহন কাজে ব্যবহৃত হেলিকপ্টার এই তালিকায় ধরা হয়নি। তবে কিছু গুরুত্বপূর্ণ অর্ডারের কথা আলাদাভাবে উল্লেখ করা হয়েছে, যেখানে তা প্রাসঙ্গিক।
মারিয়া