
ছবি: সংগৃহীত
একটি ভাইরাল রেডডিট ছবি এখন ইন্টারনেটে হইচই ফেলে দিয়েছে। কারণ? ছবির মধ্যে একেবারে খোলা চোখের সামনে থাকা একটি সাপ এতটাই নিখুঁতভাবে ছদ্মবেশে লুকিয়ে আছে যে, চোখে পড়া প্রায় অসম্ভব। বলা হচ্ছে, প্রতি দশজনের মধ্যে মাত্র একজনই প্রথমবার দেখেই সাপটি খুঁজে পেতে সক্ষম হচ্ছেন।
এই নতুন অপটিক্যাল ইলিউশনটি রেডডিটের “Find the Sniper” সাবরেডডিটে শেয়ার করা হয়েছে। ছবিটিতে দেখা যাচ্ছে শুকনো পাতা, ডালপালা আর পাথরের মধ্যে কোথাও একটি সাপ রয়েছে—আর সেটিকেই খুঁজে বের করতে হবে। এটাকে শুধু একটা মজার ধাঁধা বললে কম বলা হবে—প্রকৃতির জাদুকরি ছদ্মবেশের এক বাস্তব উদাহরণ এটি। বাস্তবে যদি এমন সাপের পাশে দিয়ে হেঁটে যান, হয়তো টেরই পাবেন না।
এই ধাঁধাটি কোনও সাধারণ “ইমোজির মধ্যে পার্থক্য খুঁজে বের করুন” ধরনের নয়। এটা বাস্তব ছবি, প্রকৃতির মাঝেই লুকিয়ে থাকা জীবন্ত প্রাণী। বিশেষজ্ঞদের ধারণা, ছবির সাপটি সম্ভবত একটি পিট ভাইপার বা কপারহেড প্রজাতির হতে পারে—যদিও এ নিয়ে এখনো রেডডিট ব্যবহারকারীদের মধ্যে বিতর্ক চলছে। ছবির সবচেয়ে কঠিন দিকটি হলো—সাপটির রঙ ও গঠন আশেপাশের পরিবেশের সঙ্গে এতটাই মিশে গেছে যে তা চোখে পড়া সত্যিই দুরূহ।
মানুষের মস্তিষ্ক চারপাশের আলোর তারতম্য, নকশা এবং চলন দেখে প্রাণী শনাক্ত করে। কিন্তু যখন এই উপাদানগুলো আড়াল হয়ে যায় বা আশেপাশের সঙ্গে এমনভাবে মিশে যায়, তখন আমাদের চোখ এবং মস্তিষ্ক বিভ্রান্ত হয়ে পড়ে। এটাই হল ভিজ্যুয়াল ক্যামোফ্লাজ—যেটা সাপের মতো প্রাণীরা লক্ষ লক্ষ বছর ধরে টিকে থাকার জন্য ব্যবহার করে আসছে।
উত্তর: কোথায় লুকিয়ে আছে সাপটি?
অনেকে দাবি করেছেন, তাঁরা ১০ সেকেন্ডেই সাপটি খুঁজে পেয়েছেন, আবার কেউ কেউ মিনিটের পর মিনিট তাকিয়ে থেকেও খুঁজে পাননি। যদি একটু ইঙ্গিত চান, তাহলে জানানো যায়—ছবির মধ্যে জানালার নিচে একটি কালো পাইপ রয়েছে, যেটি দুটি ডিভাইসের সঙ্গে সংযুক্ত। সাপটি কালো রঙের এবং ওই পাইপটির ওপরেই লুকিয়ে আছে, একেবারে নিখুঁতভাবে।
শিহাব