
ছবি: দৈনিক জনকন্ঠ।
প্রান্তিক পর্যায়ের নারীদের কর্মসংস্থান সৃষ্টি করে তাদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে হস্ত ও কুটির শিল্পের পণ্য তৈরি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রংপুরস্ বিগ ড্রিম লিমিটেড-আরবিডিএলের উদ্যোক্তা তরী কার্যক্রমের আওতায় বুধবার (৬ আগস্ট) দুপুরে উপজেলার আন্ধারীঝাড় এলাকায় এই হস্ত ও কুটির শিল্প প্রকল্পের উদ্বোধন করা হয়।
জেলা ম্যানেজার নুরনবী হাসানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন আন্ধারীঝাড় ইউপি চেয়ারম্যান জাবেদ আলী মন্ডল, আরবিডিএলের এডমিন ডিরেক্টর মোখলেছুর রহমান মুকুল, জেলা ম্যানেজার মফিজুল ইসলাম টুটুল, প্রশিক্ষক রোমানা বেগম, অডিট অফিসার আব্দুল হালিম, এ্যারিয়া ম্যানেজার খলিলুর রহমানসহ অন্যরা।
মিরাজ খান