ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব উপলক্ষে রূপালী ব্যাংকে বৃক্ষরোপণ কর্মসূচি

অর্থনৈতিক রিপোর্টার

প্রকাশিত: ১৭:১০, ৬ আগস্ট ২০২৫; আপডেট: ১৭:১০, ৬ আগস্ট ২০২৫

জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব উপলক্ষে রূপালী ব্যাংকে বৃক্ষরোপণ কর্মসূচি

ছবি: দৈনিক জনকন্ঠ।

জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে রূপালী ব্যাংক পিএলসিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। 

বুধবার (৬ আগস্ট) মতিঝিলে ব্যাংকের নিজস্ব জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব ড. দেলোয়ার হোসেন। 

এ সময় ব্যাংকের ডিএমডি হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ উপস্থিত ছিলেন। ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মোহাম্মদ সাফায়েত হোসেন ও মো. নোমান মিয়াসহ উর্ধত্বন কর্মকর্তারা এ কর্মসূচিতে অংশ নেন। এছাড়াও ব্যাংকের বিভাগীয় ও আঞ্চলিক কার্যালয় এবং শাখাসমূহও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে।

মিরাজ খান

×