
ময়মনসিংহের গফরগাঁওয়ে যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে মাহিন্দ্রার সংঘর্ষে দুই যাত্রী নিহত এবং দুইজন আহত হয়েছেন। বুধবার দুপুরে গফরগাঁও-ভালুকা এশিয়ান হাইওয়ে সড়কে হাটুরিয়া কাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন - উপজেলার হাটুরিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মুনজু মিয়া (৪০) ও যশরা গ্রামের অহেদুল্লাহর ছেলে আলা উদ্দিন (৫০)।
গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই দুর্ঘটনায় আহত দুজনেই মারা যান। গুরুতর আহত অপর ২ যাত্রীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে তিনি আরও জানান।
গফরগাঁও থানার ওসি মো. বাচ্চু মিয়া জানান, আহত ও নিহতদের পরিচয় পাওয়া গেছে। দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আফরোজা