ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৭ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

জনকণ্ঠে সরকারের পক্ষ থেকে প্রশাসক নিয়োগের দাবি সাংবাদিকদের

প্রকাশিত: ২১:৪১, ৬ আগস্ট ২০২৫

জনকণ্ঠে সরকারের পক্ষ থেকে প্রশাসক নিয়োগের দাবি সাংবাদিকদের

 দৈনিক জনকণ্ঠে দীর্ঘদিনের বেতন-বোনাস ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে সরকারের পক্ষ থেকে প্রশাসক নিয়োগের দাবি জানিয়েছেন পত্রিকাটির সাংবাদিক ও কর্মীরা।

তাদের অভিযোগ, প্রতিষ্ঠানের বর্তমান ব্যবস্থাপনায় সাংবাদিক ও কর্মচারীরা চরম অনিশ্চয়তা ও শোষণের মধ্যে রয়েছেন। নিয়মিত বেতন-ভাতা না পাওয়ায় অনেকে মানবেতর জীবন যাপন করছেন।

সাংবাদিক নেতারা বলেন, একটি জাতীয় দৈনিকের এই অবস্থা গণমাধ্যমের স্বাধীনতা ও কর্মপরিবেশের জন্য হুমকি। তাই সরকারের কাছে তারা দ্রুত প্রশাসক নিয়োগ করে জনকণ্ঠকে স্বাভাবিক পরিচালনায় ফিরিয়ে আনার আহ্বান জানান।

Jahan

আরো পড়ুন  

×