
সিরাজগঞ্জের তাড়াশ থেকে নাটোরের সিংড়ায় সাংবাদিক সেজে চাঁদাবাজির সময় হাফিজুর রহমান (৪৭) ও উজ্জ্বল হোসেন (৩৬) নামের দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা আপন দুই ভাই বলে জানিয়েছে পুলিশ।
আজ বুধবার (৬ আগস্ট) বিকেলে সিংড়া থানা পুলিশের একটি দল পৌর শহরের খাদ্য গোডাউন এলাকা থেকে তাদের আটক করে।
আটককৃতরা সিরাজগঞ্জ জেলার তাড়াশ পৌরসভার আসানবাড়ি এলাকার জেলহাজ্ব প্রাং এর দুই ছেলে।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, হাফিজুর রহমান ও উজ্জ্বল হোসেন নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে খাদ্য গোডাউনে গিয়ে কর্মকর্তাদের ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করছিলেন। কর্মকর্তাদের সন্দেহ হলে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে।
ওসি আরও জানান, এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউর রহমান বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। মামলা ডায়েরির পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজু