
ছবি: সংগৃহীত
জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দেওয়ায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, “নির্বাচনের ঘোষণায় উপদেষ্টা পরিষদের কিছু সদস্য ও কয়েকটি রাজনৈতিক দলের মন খারাপ হয়ে গেছে। বিশেষ করে তারা, যাদের জনগণের মধ্যে কোনো ভিত্তি নেই এবং যারা একাত্তরের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল।”
বুধবার (৬ আগস্ট) বিকেলে রাজশাহী জেলা ও মহানগর বিএনপি আয়োজিত বিজয় শোভাযাত্রা শেষে নগরের আলুপট্টি মোড়ে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিকে কেন্দ্র করে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেই এ কর্মসূচি পালন করা হয়।
মেজর হাফিজ বলেন, “কিছুদিন আগে প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছিলেন। সেই বৈঠকে তিনি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি তার প্রতিশ্রুতি রেখেছেন—আমি তাকে ধন্যবাদ জানাই।”
তিনি আরও বলেন, “ক্ষমতা দখলের জন্য বিএনপি উন্মত্ত নয়। যদি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয় এবং জনগণ আমাদের দায়িত্ব দেয়—তাহলে আমরা ইনশাআল্লাহ সেই দায়িত্ব পালন করব। বিএনপি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল, জনগণের কল্যাণের জন্যই আমাদের রাজনীতি।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন রাজশাহী জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তারা বলেন, এক বছর আগে যারা পলায়ন করেছিল, আজ তারা রাজনৈতিকভাবে কোণঠাসা। নির্বাচনের ঘোষণা তাদের সেই ‘নিরাপদ অবস্থা’র স্বপ্নভঙ্গ ঘটিয়েছে বলেই তাদের মন খারাপ।
আলীম