
রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় আবারও বিপর্যস্ত হয়ে পড়েছে ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জাপরিজিয়া। বুধবার ভোর পর্যন্ত ১৬টি স্থানে চালানো এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে নয়টি বহুতল ভবন এবং বহু যানবাহন। প্রাণ হারানোদের স্বজনেরা আছেন শোকাহত ও হতবাক।
এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই যুদ্ধ থামাতে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও নিজের অবস্থান জানিয়ে বলেন, এই যুদ্ধ বাইডেনের যুদ্ধ, এবং যদি শুক্রবারের মধ্যে শান্তিচুক্তি না হয়, তবে রাশিয়া ও তার বাণিজ্যিক মিত্রদের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
এদিকে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার অংশ হিসেবে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ মস্কো পৌঁছেছেন। সেখানে তাকে স্বাগত জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতিনিধি কিরেল দিমিত্রিয়ে। ক্রেমলিনে পুতিন নিজেও উইটকফকে হাসিমুখে স্বাগত জানান। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রী পেসকফ জানান, তারা আলোচনায় ইতিবাচক ফলাফল প্রত্যাশা করছেন।
তবে স্টিভ উইটকফ একজন বিলিয়নিয়ার রিয়েল এস্টেট ব্যবসায়ী, যার কূটনৈতিক কোনো অভিজ্ঞতা নেই এই অবস্থায় তিনি কতটা কার্যকর হবেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা।
তিন বছর ধরে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে এই আলোচনাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হলেও ফল কতটা মিলবে, সেটাই এখন দেখার বিষয়।
Jahan