ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৭ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

কেশবপুরে থানায় ঢুকে পুলিশ কে হুমকি দেওয়ার অপরাধে জামাত নেতা গ্রেপ্তার, জামিনে মুক্ত 

স্টাফ রিপোর্টার, যশোর অফিস

প্রকাশিত: ২৩:৫৯, ৬ আগস্ট ২০২৫; আপডেট: ০০:০১, ৭ আগস্ট ২০২৫

কেশবপুরে থানায় ঢুকে পুলিশ কে হুমকি দেওয়ার অপরাধে জামাত নেতা গ্রেপ্তার, জামিনে মুক্ত 

যশোরের কেশবপুর উপজেলা জামাতের পেশাজীবী পরিষদের সভাপতি অজিয়ার রহমানকে কেশবপুর থানা পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁকে একটি মামলা সংক্রান্ত বিষয়ে থানায় ঢুকে পুলিশের একজন উপরিদর্শক কে হুমকি প্রদানের অভিযোগে তাকে বুধবার সকালে গ্রেপ্তার করা হয়।

জামাতের কেশবপুর উপজেলা পেশাজীবী পরিষদের সভাপতি আইনজীবী অজিয়ার রহমান কেশবপুর থানায় ঢুকে তার চাচাতো ভাই শহিদুল ইসলামকে একটি মারামারি মামলায় কেন গ্রেপ্তার করা হয়েছে জানতে চেয়ে কেশবপুর থানার উপ পরিদর্শক মোকলেসুর রহমানকে  হুমকি ধমকি দিতে থাকেন। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়। ওই ভিডিওতে দেখা যায়  ওই পুলিশ কর্মকর্তাকে আওয়ামী লীগের দোসর  আওয়ামী লীগ করেন বলে ধমকাচ্ছেন। তিনি বলেন, আওয়ামী লীগের লোক হিসেবে ওই চেয়ারে বসে আপনি কর্মকাণ্ড চালাচ্ছেন। সে সময় ওই পুলিশ কর্মকর্তা তাকে বলেন আমি কেন রাজনীতি করবো।

এ ঘটনায় উপপরিদর্শক মকলেসুর রহমান বাদী হয়ে রোববার রাত বারোটায় থানায় একটি মামলা করেন। ওই মামলায় বুধবার সকালে তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয় বলে জানান মামলার বাদি ওই পুলিশ কর্মকর্তা।

মকলেসুর রহমান বলেন, থানায় ঢুকে অনধিকার প্রবেশ করায় তার বিরুদ্ধে মামলা করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক সাইমুম তাকে গ্রেফতার করে আদালতে প্রেররণ করেন। 

তিনি বলেন আইনজীবী ও অজিয়ার রহমান উপজেলার লক্ষীনাথঘাটি গ্রামের তার চাচাতো ভাই শহিদুল ইসলামের বিরুদ্ধে একজন বাদী হয়ে একটি মামলা করেন। ওই মামলায় তাকে কেন আসামি করা হয়েছে তা জানতে পেরে তাকে অব্যাহতভাবে হুমকি দেওয়া হয়।

এদিকে আইনজীবী অজিয়ার রহমানকে আদালতে তোলা হলে যশোর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল গফুর তাঁর পক্ষে আদালতে জামিন শুনানি করেন। কেশবপুর আমলি আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনজুমান আরা বেগম তাঁর জামিন মঞ্জুর করেন। এ তথ্য নিশ্চিত করেছেন আইনজীবী আব্দুল গফুর।

রাজু

×