ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

কমলগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ছাত্রশিবির

নিজস্ব সংবাদদাতা, কমলগঞ্জ

প্রকাশিত: ১৮:২৬, ৬ আগস্ট ২০২৫

কমলগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ছাত্রশিবির

মৌলভীবাজারের কমলগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষা‌য় জিপিএ-৫ প্রাপ্ত ৩ শত ৬০ জন শিক্ষার্থীকে ফুল, ক্রেস্ট ও উপহার প্রদানের মাধ্যমে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বুধবার (৬ আগস্ট) সকাল ১১টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ উপজেলা শাখা এ সংবর্ধনার আয়োজন করে।

এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ ও শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আব্দুর রব।

বিশেষ অতিথি ছিলেন সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রভাষক আজিজ আহমদ কিবরিয়া, কমলগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মো. মাসুক মিয়া, সাধারণ সম্পাদক এড. কামরুল ইসলাম, মৌলভীবাজার শহরের সাধারণ সম্পাদক কাজী দহিয়ান, জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মহসিন আহমদ, জেলা দাওয়াতি সম্পাদক আব্দুল মুহিদ মুর্শেদ, জেলা ছাত্রশিবিরের কলেজ শাখার কার্যক্রম সম্পাদক তারেক রহমান, কমলগঞ্জ উপজেলা জামায়াতের সহকারী সম্পাদক আতাহার আলী মনসুর, কমলগঞ্জ পৌর জামায়াতের সভাপতি মো. আব্দুল হাই প্রমুখ।

কমলগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাদিকুল ইসলাম এর সভাপতিত্বে ও সাবেক সভাপতি তানভির রায়হান ওয়াসিম এর সঞ্চালনায় আরও ছিলেন জেলা, উপজেলা শিবির নেতৃবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মেধাবীদের ভূমিকা রাখতে হবে। আদর্শবান মানুষ হিসেবে দেশ ও জাতি গড়তে দায়িত্ব নিতে হবে।

আফরোজা

×