
বিয়ের পর স্বামীর বিরুদ্ধে ২২ লাখ টাকা যৌতুক চাওয়ার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন মডেল ও অনলাইন উদ্যোক্তা সুপ্রভা মাহবুব, যিনি ‘সানাই মাহবুব’ নামে পরিচিত। সোমবার ঢাকার একটি আদালতে মামলাটি গ্রহণ করে আসামির নামে সমন জারি করেছে আদালত।
সাংবাদিকদের সামনে কথা বলতে গিয়ে সানাই বলেন, “মানুষ কতটা অসহায় হলে নিজের বিয়ের স্বামীর বিরুদ্ধেই যৌতুকের মামলা করে। আমি সংসার ভাঙতে চাইনি। বারবার চেষ্টা করেছি, উকিল নোটিশ পাঠিয়েছি, তবুও সে ২২ লাখ টাকা যৌতুক চেয়ে স্পষ্টভাবে বলে, ‘আমি তোকে টাকার জন্য বিয়ে করেছি।’ এটা একজন নারীর জন্য কতটা লজ্জাজনক ও অপমানজনক, সেটা বোঝানো কঠিন।”
সানাইয়ের দাবি, তার স্বামী ২০২২ সালের ডিসেম্বরে ব্র্যাক ব্যাংকের চাকরি ছেড়ে দেয়। পরে ব্যবসার কথা বলে তার কাছ থেকে ১৯ লাখ টাকা গ্রহণ করেন। কিন্তু সে টাকা কোথায় ব্যয় হয়েছে, তা তিনি জানেন না। এরপর আবারও নতুন করে ২২ লাখ টাকা দাবি করেন তার স্বামী।
সানাই আরও বলেন, “আমি বারবার চেয়েছি সংসার করতে। তাকে বুঝিয়েছি, নোটিশ পাঠিয়েছি। কিন্তু সে শুধু টাকা চায়। লাস্ট ৩১ জুলাই সে আমার বাসায় এসে সরাসরি বলে গেছে ‘তুই টাকা দিবি না, তাহলে তোর সাথে সংসার করব না। অন্য কোথাও বিয়ে করব।’”
মামলার বাদী সানাই মাহবুব দুই দফায় উকিল নোটিশ পাঠিয়েও কোনো সাড়া না পেয়ে আদালতের শরণাপন্ন হন। তার আইনজীবী জানিয়েছেন, মামলার অভিযোগগুলো যাচাই করে আদালত মনে করেছেন, আসামির বিরুদ্ধে সমন জারি করার মতো যথেষ্ট প্রমাণ রয়েছে।
বাদীর বক্তব্য অনুযায়ী, বিয়ের পর স্বামী চাকরি ছেড়ে ব্যবসার অজুহাতে একের পর এক টাকা দাবি করেছেন। এমনকি, সংসার না করার হুমকিও দিয়েছেন। মামলায় বলা হয়েছে, যৌতুক না দিলে তাকে তালাক দেওয়া হবে এবং অন্যত্র বিয়ে করা হবে বলেও হুমকি দিয়েছেন স্বামী।
সানাই বলেন, “আমি একজন স্বাধীন ও কর্মজীবী নারী হয়ে যখন এই পরিস্থিতির শিকার, তখন ভাবুন যেসব নারী অর্থনৈতিকভাবে নির্ভরশীল, তাদের কতটা অসহায় হতে হয়। আমি চাই, তার উপযুক্ত শাস্তি হোক যাতে ভবিষ্যতে কেউ আর কোনো মেয়ের কাছে যৌতুক না চায়।”
তিনি আরও বলেন, “আমি এখনও সংসার করতে চাই। যদি সে ভুল স্বীকার করে এবং শুধরানোর চেষ্টা করে, তবে আমি সম্পর্ক টিকিয়ে রাখতে প্রস্তুত।”
এই মামলার পরবর্তী শুনানির তারিখে আসামিকে আদালতে হাজির হয়ে নিজের বক্তব্য পেশ করতে বলা হয়েছে।
Jahan