
ছবি: সংগৃহীত
গত বছরের ৫ আগস্ট, তীব্র গণ–আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই ঐতিহাসিক মুহূর্তের শুরু থেকেই রাজপথে ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। কখনো শিল্পী সমাজের ব্যানারে, কখনো বা সোশ্যাল মিডিয়ায় সরব ভূমিকা রেখেছেন তিনি। এক বছর পেরিয়ে গেলেও দিনটির স্মৃতি এখনো গভীরভাবে নাড়া দেয় তাঁকে।
আগস্টের শুরু থেকে সামাজিক মাধ্যমে আন্দোলনের বিভিন্ন মুহূর্ত স্মরণ করছেন বাঁধন। বিশেষ করে ৫ আগস্ট ২০২৪-এর প্রতি তাঁর আবেগ ছিল প্রবল।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে দেওয়া এক ফেসবুক পোস্টে বাঁধন লেখেন, “আমি এই দিনটি চিরকাল মনে রাখব। ৫ আগস্ট ২০২৪-এর সকাল—ভয় আর আশায় ভরা, কিন্তু সাহস আর অটল দৃঢ়তায় পূর্ণ ছিল। কী এক মুহূর্ত ছিল! কী এক অভিজ্ঞতা! এই দিনটা চিরদিনের জন্য আমার স্মৃতিতে খোদাই হয়ে গেছে।”
কয়েক ঘণ্টা পর আরেকটি পোস্টে তিনি জানান, ওই দিনের দুপুরে ঘটে যাওয়া ঘটনাগুলো তাঁর জীবনের সবচেয়ে আবেগঘন মুহূর্ত হিসেবে জায়গা করে নিয়েছে।
“যখন খবর এলো, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন—জনতার গর্জনের মুখে তাঁকে দেশ ছাড়তে হয়েছে—তখন মানুষের যে উল্লাস দেখেছি, তা ভাষায় বোঝানো যাবে না। সেই মুহূর্তে যে বিস্ফোরণ ঘটেছিল জনতার মাঝে, তা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। এই অনুভূতি বাসায় বসে কিংবা সোশ্যাল মিডিয়া দেখে বোঝা যাবে না, সেখানে উপস্থিত থাকতে হতো।”
বাঁধনের ভাষায়, “পুরো জাতি যেন একসঙ্গে জেগে উঠেছিল। কেউ কাঁদছিল, কেউ হাসছিল, কেউ নাচছিল, কেউ স্লোগানে গলা ফাটাচ্ছিল। বাতাসে ছিল বিজয়ের বিদ্যুৎ। সেটাই আমার জীবনের সবচেয়ে দামী মুহূর্ত। আমি গর্বিত—বাংলাদেশের মানুষদের নিয়ে, এই আন্দোলনের অংশ হতে পেরে। কী এক বিজয়! কী অসাধারণ সাফল্য!”
উল্লেখ্য, আন্দোলনের সূচনা থেকেই অনলাইন এবং রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেছেন আজমেরী হক বাঁধন। সেই অধ্যায় এখন তাঁর জীবনের সবচেয়ে গৌরবোজ্জ্বল স্মৃতির একটি।
আসিফ