
বাগেরহাটে পুস্পস্তবক অর্পন, কবর জিয়ারত ও স্বজনদেরকে সমবেদনা জানানোর মধ্য দিয়ে জুলাই গনঅভ্যুত্থানে নিহত জেলার ৯ শহীদকে স্মরণ করা হয়েছে। মঙ্গলবার (০৫ আগস্ট) দুপুরে বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের বাশবাড়িয়া কাশিমপুর গ্রামে জুলাই গনঅভ্যুত্থানে নিহত শহীদ আলিফ আহমেদ সিয়ামের কবরে জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে কবর জিয়ারত ও সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করা হয়। এসময় পুলিশের ব্যান্ড দলের বিউগল সুরের মূর্ছনায় আশপাশের পরিবেশ ভারি হয়ে উঠে।
এসময়, বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মোস্তাফিজুর রহমান, বাগেরহাট সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল পারভেজ, বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ-উল হাসানসহ প্রশাসনের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এছাড়াও সকালে বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের শহীদ নুরু ও আলমগীর মোল্লার কবরে পুস্পস্তবক অর্পন, কবর জিয়ারত ও রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম নুরুন্নবীসহ প্রশাসনের কর্মকর্তারা।
চিতলমারী উপজেলার হিজলা গ্রামে শহীদ সাব্বির ইসলাম সাকিব ও চরচিংগড়ী গ্রামের মোঃ জসিম ফকিরের কবরে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পাল। মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বাইনতলা গ্রামে শহীদ মাহফুজ ও শহীদ শাহরিয়ার হাসান আলভির সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ।
মোল্লাহাট উপজেলার শহীদ বিপ্লব শেখের সমাধিস্থলে পুস্পস্তবক অর্পন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী। অন্যদিকে মোংলা উপজেলার শহীদ শাহিন হাওলাদারের সমাধিস্থলে পুস্পস্তবক অর্পন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী। শহীদদের সমাধিস্থলে পুস্পস্তবক অর্পন ও কবর জিয়ারত ছাড়াও নিহতদের স্বজনদের সমবেদনা জানান উপজেলা ও জেলা প্রশাসনের কর্মকর্তাগণ।
এরআগে জুলাই গনঅভ্যুথ্যান দিবস-২০২৫ উপেলক্ষে বর্ণাঢ্য বিজয় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিনটি উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে স্বাধীনতা উদ্যানে এসে শেষ হয়।
স্বাধীনতা উদ্যানে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই প্রধান উপদেষ্টার ভিডিও বার্তা পরিবেশন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। এসময় আরও বক্তব্য দেন, বাগেরহাটের পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ, সিভিল সার্জন মো: মাহবুবুল আলম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পি, জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাদ্দাম হোসেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান প্রমুখ।
বক্তারা বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমেই আমরা বৈষম্যহীন দেশ পেয়েছি। ফ্যাসিবাদমুক্ত হয়েছে দেশ। আজকের এই দিনে জুলাই আন্দোলনের অর্গনায়ক শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধসহ সকল শহীদদের স্মরন করি। এছাড়া বাগেরহাটের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা ও আহতদের সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এছাড়া, বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ৫ আগস্ট উপলক্ষে সমাবেশ, গণমিছিল-সহ নানা কর্মসূচীর মধ্যদিয়ে দিবসটি উদযাপন করেন।
রাজু