ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৬ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

পুনাব উদযাপন করলো ফ্যাসিবাদ পতনের এক বছর

প্রকাশিত: ২২:০৫, ৫ আগস্ট ২০২৫

পুনাব উদযাপন করলো ফ্যাসিবাদ পতনের এক বছর

২০২৪ সালের ৫ আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতনের এক বছর পূর্তি উপলক্ষে প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পুনাব) নানা কর্মসূচির মাধ্যমে ‘স্বৈরাচার পতন দিবস’ উদযাপন করেছে। এ উপলক্ষে পুনাবের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয় কেক কাটা, দোয়া মাহফিল ও আনন্দ র‌্যালি।

অনুষ্ঠানে পুনাবের ভাইস প্রেসিডেন্ট আছিফ মোহাম্মদ বিন আলম বলেন, “হাজারো তরুণ-তরুণীর আত্মত্যাগের বিনিময়ে রচিত হয়েছে একটি নতুন ইতিহাস। এখন সময় এসেছে—এই বিজয়ের চেতনাকে ধরে রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করার। সকল স্তরের মানুষ ও শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাওয়াই পুনাবের লক্ষ্য।”

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালেদা জিয়া-তারেক রহমান মুক্তি পরিষদ (কেন্দ্রীয় কমিটি)-এর সহ-সভাপতি এবং
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল (কেন্দ্রীয় কমিটি)-এর সাবেক নির্বাহী সদস্য মো. রবিউল আলম রুহিন।

তিনি বলেন, “৫ আগস্ট শুধু একটি দিন নয়—এটি বাংলাদেশের ইতিহাসে এক নতুন যুগের সূচনা। এই দিনে শহীদ হওয়া তরুণ ও জনসাধারণের আত্মত্যাগ আমাদের গর্ব ও প্রেরণার উৎস। তাঁদের স্মরণে আমরা নত মস্তকে শ্রদ্ধা জানাই এবং গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়ের পথে অবিচল থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করি।”

উল্লেখযোগ্য যে, ২০২৪ সালের ৫ আগস্ট, দীর্ঘদিনের দমন-পীড়ন ও দুর্নীতির বিরুদ্ধে ছাত্র-জনতার গণজাগরণে শেখ হাসিনা দেশত্যাগে বাধ্য হন। এই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকারে প্রতিবছর দিনটি পালন করছে বিভিন্ন সংগঠন।

অনুষ্ঠানের শেষ পর্বে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর রাজধানীর বিভিন্ন সড়কে একটি আনন্দ র‌্যালি বের করা হয়, যাতে অংশগ্রহণ করেন পুনাব সদস্য, শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ।

নুসরাত

×