
ফরিদপুর শহরতলির কানাইপুর ইউনিয়নের ভাটিকানাইপুর গ্রামে এক সাবেক ইউপি সদস্যের বাড়ির আঙিনায় পড়ে থাকতে দেখা গেছে দুটি ককটেল।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে ওবায়দুর মোল্যা নামের ওই সাবেক ইউপি সদস্যের বসতবাড়ির আঙিনার ফুলের বাগানে ককটেল দুটি দেখতে পান পরিবারের সদস্যরা। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশ ও র্যাবকে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে ককটেল দুটি উদ্ধার করে।
বাড়ির লোকজনের দাবি, জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ তাদের ভয় দেখাতে ককটেল রেখে গেছে।
ওবায়দুর মোল্যার ছেলে মিজানুর মোল্যা বলেন, “প্রতিপক্ষ কবির মোল্যা আর আফজাল মাতব্বর কয়েক দিন ধরে লোকজন নিয়ে আমাদের বাড়ির সামনে মহড়া দিচ্ছে। আজ সকালে উঠেই দেখি ককটেল পড়ে আছে। ওরা আমাদের ভয় দেখানোর জন্য এগুলো রেখে গেছে।”
তবে অভিযুক্ত কবির মোল্যা অভিযোগ অস্বীকার করে বলেন, “আমাদের সঙ্গে তাদের কোনো বিরোধ নেই। বরং ওরাই কয়েক দিন আগে আমার ভাইকে মারধর করেছে। এখন আমাদের ফাঁসানোর চেষ্টা করছে।”
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ও র্যাব ঘটনাস্থল থেকে ককটেল দুটি উদ্ধার করেছে। কারা এটি রেখে গেছে, কেন রেখেছে তা খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মিমিয়া