
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর হাতে আটক হওয়া চার বাংলাদেশীকে ফেরত এনেছে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়ন।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।
ফেরত আসা ব্যক্তিরা হলেন- ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের কাশুয়া বাদামবাড়ি গ্রামের নজরুল ইসলাম (৫০) এবং তার তিন সন্তান সাদ্দাম হোসেন, মোহাম্মদ মিস্টার ও আলফা।
স্থানীয়রা জানায়, কাজের সন্ধানে নজরুল ইসলাম তার সন্তানদের নিয়ে ভারতে যাচ্ছিলেন। মঙ্গলবার রাত দেড়টার দিকে তারা ভারত-বাংলাদেশ সীমান্তের ৩৭৩/১-এস নম্বর পিলারের কাছে নাগরভিটা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করেন। এ সময় ভারতের বামনবাড়ি ক্যাম্পের বিএসএফের একটি টহল দল তাদের আটক করে। পরে বিএসএফের পক্ষ থেকে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ করা হয়।
রাজু