
খুলনায় দুর্বৃত্তের গুলিতে শেখ শাহাদাত হোসেন (৪৫) নামে একজন নিহত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে নগরীর সঙ্গীতা সিনেমা হলের নিচে শফি টায়ারের দোকানে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। গুলিতে নিহত হওয়ার ঘটনাটি নিশ্চিত করেন নগরীর সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।
ওসি শফিকুল ইসলাম বলেন, গুলিবিদ্ধ শাহাদাত চরমপন্থী দলের নেতা ছিলেন। তিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন। সম্প্রতি তিনি কারাগার থেকে জামিন লাভ করে বাইরে বের হন। মঙ্গলবার রাত ফোনে ৮টার দিকে শাহাদাত হোসেনকে সঙ্গীতা সিনেমা হলের বিপরীত দিক থেকে কয়েকজন যুবক ধাওয়া করে। জীবন বাঁচাতে তিনি সঙ্গীতা সিনেমা হলের নিচে শফি টায়ারের দোকানে আশ্রয় নেন। সেখানে গিয়ে সন্ত্রাসীরা তাকে কয়েকটি রাউন্ড গুলি করে। এ সময় তিনটি গুলি তার শরীরে বিদ্ধ হয়। দুর্বৃত্তরা চলে যাওয়ার পর স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরো রাত ১০টা পর্যন্ত নিহত শাহাদাতের বিরুদ্ধে হত্যা ও অস্ত্রসহ ৬টি মামলার তথ্য পাওয়া গেছে।
রাজু