ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

সরকারি ছুটি মানলেন না এলএসডি ইনচার্জ

নিজস্ব সংবাদদাতা, আদমদীঘি, বগুড়া

প্রকাশিত: ১৬:৩৯, ৫ আগস্ট ২০২৫; আপডেট: ১৬:৪০, ৫ আগস্ট ২০২৫

সরকারি ছুটি মানলেন না এলএসডি ইনচার্জ

ছবিঃ সংগৃহীত

সোমবার ৫ আগস্ট ‘জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত ঐতিহাসিক বিজয় দিবস’। এদিন সরকারি ভাবে সাধারণ ছুটি ঘোষণা করেছে ড. ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের সব প্রতিষ্ঠান এদিনের ছুটি উদযাপন করলেও খাদ্য বিভাগের মধ্যে সবচেয়ে বড় উপজেলার সান্তাহার এলএসডি (লোকাল স্টোরেজ ডিপো)-র ভারপ্রাপ্ত কর্মকর্তা ছুটি উদযাপন করেননি বলে তথ্য মিলেছে।

তিনি অফিস খোলা রেখে নীলফামারী থেকে আসা চালের ট্রাক খালাস করেছেন। পক্ষান্তরে এলএসডি খাদ্য গুদাম থেকে অর্ধ কিলোমিটারের মধ্যে থাকা দেশের অন্যতম বড় খাদ্য গুদাম সান্তাহার সিএসডি (সেন্ট্রাল স্টোরেজ ডিপো) কর্তৃপক্ষ ছুটি উদযাপন করেছে।

ছুটির দিনে অফিস খোলা রাখা এবং অন্যান্য দিনের মতো কার্যক্রম পরিচালনা করা বিষয়ে জানতে চাইলে এলএসডি ইনচার্জ মোহাম্মদ আলী মিয়া বলেন, “নীলফামারী থেকে আসা পরিবহন ঠিকাদারের অনুরোধে কয়েক ট্রাক চাল খালাস করেছি এবং গ্রহণ করেছি। তবে অভ্যন্তরীণ খাদ্য সংগ্রহ করা হয়নি।”

এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কে.এম. গোলাম রাব্বানীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমাকে এই উপজেলা থেকে বদলি করা হয়েছে। তবে এখানে নতুন কর্মকর্তা এখনো যোগদান করেনি। সে কারণে সরকারের সিদ্ধান্ত মোতাবেক আমার বর্তমান কর্মস্থল আদমদীঘি উপজেলা খাদ্য দপ্তর ছুটি উদযাপন করেছি।”

সান্তাহার এলএসডি খাদ্য গুদাম খোলা রাখা বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, “আমি বদলি হওয়ায় এলএসডি ইনচার্জ আমাকে এব্যাপারে অবহিত করেনি। সরকারি ছুটি অমান্য করার মতো আমাকেও অমান্য করেছে।”

এ বিষয়ে উপজেলার সান্তাহার পৌরসভা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনছুর আলী বলেন, “এলএসডি ইনচার্জ মোহাম্মদ আলী মিয়া অবশ্যই ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসর। না হলে তিনি সরকারি নির্দেশ অমান্য করতেন না।”

 
 

মারিয়া

×