
ছবি: সংগৃহীত
গত এক মাসে রামপুরা ও এর আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করেছে সেনাবাহিনীর ১৪ স্বতন্ত্র ব্রিগেডের অধীনে থাকা রামপুরা আর্মি ক্যাম্প। মঙ্গলবার (৫ আগস্ট) ক্যাম্পের কোম্পানি কমান্ডার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রামপুরার হাতিরঝিল, বউবাজার, তালতলা ও সিপাহীবাগ এলাকায় পরিচালিত অভিযানের মাধ্যমে বিভিন্ন সময় অসংখ্য অবৈধ অস্ত্র, গোলাবারুদ, ছুরি, চাপাতিসহ গাজা ও মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব অস্ত্র মূলত রামপুরার বিভিন্ন স্থানে সন্ত্রাসীরা লুকিয়ে রাখে বলে জানান কোম্পানি কমান্ডার।
রামপুরায় অন্যান্য এলাকার তুলনায় সবচেয়ে বেশি পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার হওয়ায় সংশ্লিষ্টরা উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি আরও বলেন, "রাজধানীর অন্য যে কোনো এলাকায় রামপুরায় উদ্ধার হওয়া অস্ত্রের পরিমাণের চেয়ে কম।"
সেনাবাহিনী এই ধরনের অভিযান অব্যাহত রেখে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সংকল্প ব্যক্ত করেছে।
আসিফ