
অন্তর্কোন্দলকে কেন্দ্র করে গণঅভ্যুত্থান দিবসের বিজয় মিছিলে চট্টগ্রামের পটিয়ায় সংর্ঘষের ঘটনা ঘটেছে। এতে বিএনপির ৮জন কর্মী আহত হয়েছেন।
আহতরা হলেন- ধলঘাটের নন্দেরখীল গ্রামের আবদুর রহিম (৬২), ধলঘাটের আরাফাত (১৮), আবু বক্কর (৪০), শামসুল আলম (৫৫), বাকদন্ডী গ্রামের আবদুল সামাদ (৩৮), চাপড়ী গ্রামের ফরিদুল আলম (৩৩), মনির আলম (৩৫), ধলঘাট এলাকার মোস্তাফিজ (১৬)। আহতরা পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা গ্রহণ করেছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় পটিয়া ইন্দ্রপুল বাইসপাস এলাকায় এ সংর্ঘষের ঘটনা ঘটে। আহত উভয়েই দক্ষিণ জেলা বিএনপির সদস্য এনামুল হক এনামের অনুসারী।
জানা গেছে, ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পটিয়ায় বিএনপির ইদ্রিস মিয়া ও এনামুল হক এনাম গ্রুপ পৃথকভাবে বিজয় মিছিল বের করে। এনাম গ্রুপ বিজয় মিছিল নিয়ে পটিয়া বাইপাস মোড়ে গেলে অন্তর্কোন্দল নিয়ে নিজেদের মধ্যে বাড়াবাড়ির এক পর্যায়ে মারামারি হয়। তবে ঘটনাস্থলে ছিলেন না ইদ্রিস মিয়া গ্রুপ।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য এনামুল হক এনাম গ্রুপের খোরশেদ আলম জানান, পারিবারিক ঝামেলা নিয়ে বিজয় মিছিলে মারামারি হয়েছে। দলীয় বিষয় নিয়ে কোন মারামারি হয়নি।
রাজু