
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম জেলা বেসরকারি কারা পরিদর্শক জোবাইরুল আলম মানিক বলেছেন, গতবছরের এই দিনে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে ফ্যাসিস্ট খুনি হাসিনাকে দেশত্যাগে বাধ্য করা হয়েছে। একইসাথে পালিয়েছে আনোয়ারার দুর্নীতিবাজ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার ঘনিষ্ঠ সহযোগীরাও।
তিনি আরও বলেন, আগামীতে যদি কেউ জাবেদের মতো দুর্নীতিবাজ, কিংবা আওয়ামী লীগ বা ছাত্রলীগ হয়ে উঠতে চায়, তবে ছাত্র-জনতা তাদেরও দেশ ছাড়তে বাধ্য করবে। আমাদের লক্ষ্য সবার শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করে একটি সুন্দর আনোয়ারা ও একটি সুন্দর বাংলাদেশ গড়া।
মঙ্গলবার (৬ আগস্ট) “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আনোয়ারা উপজেলার ১১টি ইউনিয়নে একযোগে পদযাত্রার আয়োজন করে। টানেল সংযোগ মোড় থেকে সকাল ১১টায় এই পদযাত্রার উদ্বোধন করেন জোবাইরুল আলম মানিক।
পদযাত্রাটি উপজেলার চাতরী, পরৈকোড়া, হাইলধর, বারখাইন, সদর, বরুমচড়া, জুইদণ্ডী, রায়পুর, বটতলী, বারশত হয়ে বৈরাগ ইউনিয়নে গিয়ে শেষ হয়।
এসময় এনসিপির নেতাকর্মীরা ২৪ দফা সম্বলিত দলীয় ইশতেহার সাধারণ মানুষের মাঝে বিতরণ করেন।
রাজু