ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

কারো কথায় নির্বাচন নিয়ে টালবাহানা করবেন না: বিএনপি নেতা ফারুক

শাহাদাৎ বাবু, নোয়াখালী সংবাদদাতা 

প্রকাশিত: ২৩:২৪, ৫ আগস্ট ২০২৫

কারো কথায় নির্বাচন নিয়ে টালবাহানা করবেন না: বিএনপি নেতা ফারুক

নির্বাচন যতই বিলম্বিত হচ্ছে, ততই অপশক্তিরা আবারও একত্রিত হচ্ছে। তাই কারো কথায় নির্বাচন নিয়ে টালবাহানা না করে আজই নির্বাচনের তারিখ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তিনি এই অনুরোধ জানান অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে নোয়াখালীর সেনবাগে ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে সেনবাগ উপজেলা বিএনপির আয়োজিত আনন্দ মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ড. ইউনূসকে উদ্দেশ করে ফারুক বলেন, “আপনাকে আমরা ভালোবাসি, আপনাকে গ্রহণ করি, আপনার কথা আমাদের পছন্দ। কিন্তু দয়া করে কারো কথায় নির্বাচন নিয়ে টালবাহানা করবেন না। বিনয়ের সঙ্গে অনুরোধ করছি, নির্বাচনের তারিখ আজই ঘোষণা করুন।”

তিনি আরও বলেন, “যতই বিলম্বিত হচ্ছে, ততই সেনবাগে অবৈধ এমপি মোরশেদ আলমের লোকজন আবারও একত্রিত হচ্ছে। কারণ, তাদের হাতে টাকা আছে। যদি এদের রুখতে হয়, হাসিনার বিচার করতে হয়, তাহলে আপনিও করুন, আমাদের আপত্তি নেই। কিন্তু বিচার এই বাংলাদেশেই ইনশাল্লাহ হবে। যারা নিপীড়ন করেছে, তাদের বিচার একদিন হবেই।”

জয়নুল ফারুক বলেন, “আজকের এই বিজয়ের দিনে শত শত খোকন, মুগ্ধ, ওয়াসিম রক্ত দিয়েছে, তাদের রক্তের বিনিময়ে হাসিনা পালাতে বাধ্য হয়েছে। শত শত মায়ের বুক খালি হয়েছে, বাবারা সন্তান হারিয়েছেন। তাই তাদের দিকে তাকিয়ে নির্বাচন ঘোষণা করুন।”

তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “নির্বাচন অবশ্যই হবে, বিএনপিকে বাদ দিয়ে এ দেশে কোনো নির্বাচন হবে না। যারা একাত্তরের স্বাধীনতা মানে না, তারা ড. ইউনূসের নেতৃত্বেও বিশ্বাস করে না। যারা নতুন করে জন্ম নিয়ে বিএনপির বিরুদ্ধে কথা বলছে, তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।”

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “যারা তারেক রহমানকে ক্ষমতায় আসতে দিতে চায় না, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নিজেদের মধ্যে ঐক্য না থাকলে, এসব স্বৈরাচারকে কীভাবে মোকাবিলা করবেন?”

সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুক্তার হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে ও পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল হান্নান লিটনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন সেনবাগ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শহীদ উল্যা, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নূর নবী বাচ্চু প্রমুখ।

মিমিয়া

×