
ছবি: সংগৃহীত।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথিত অবৈধ কন্যা এলিজাভেটা ক্রিভোনোগিখ সম্প্রতি একটি আবেগময় পোস্ট করে আন্তর্জাতিক গণমাধ্যমে আবারও আলোচনায় এসেছেন। ধারণা করা হয়, এলিজাভেটা হলেন পুতিন ও তার সাবেক পরিচারিকা সভেতলানা ক্রিভোনোগিখের সন্তান।
নিজের টেলিগ্রাম চ্যানেল ‘আর্ট অব লুইজা’-তে দেওয়া এক পোস্টে এলিজাভেটা লেখেন, “যে লোক কোটি কোটি মানুষের জীবন কেড়ে নিয়েছে, সে-ই আমার জীবনও শেষ করে দিয়েছে।”
তিনি আরও লেখেন, “আবারও সবার সামনে নিজের মুখ দেখাতে পারাটা যেন এক ধরনের মুক্তি। এটা আমাকে মনে করিয়ে দেয়—আমি কী হতে জন্মেছিলাম, আর কে আমার জীবন ধ্বংস করেছে।”
জার্মান পত্রিকা বিল্ড তার এই পোস্টের খবর প্রকাশ করেছে। যদিও পোস্টে রুশ প্রেসিডেন্ট পুতিনের নাম সরাসরি উল্লেখ করা হয়নি, তবে প্রেক্ষাপট ও ভাষা বিশ্লেষণে বোঝা যাচ্ছে যে, এই তীব্র ক্ষোভ তার দিকেই নির্দেশ করে।
নুসরাত