
ছবি: জনকণ্ঠ
ঐতিহাসিক ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস ও ৫ আগস্ট ছাত্র-জনতার বিজয়ের বার্ষিকী উপলক্ষে নাটোর জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ আগস্ট) দুপুরে শহরের আলাইপুরস্থ বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে বিএনপির জেলা, উপজেলা ও পৌর শাখার বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। ব্যানার, ফেস্টুন, জাতীয় পতাকা ও “৩৬ জুলাইয়ের গণঅভ্যুত্থান আমাদের মুক্তির প্রেরণা” — এমন শ্লোগানে মুখর হয়ে ওঠে পুরো শহর।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী গোলাম মোর্শেদ। তিনি বলেন, ৩৬ জুলাই ছাত্র-জনতার সেই ঐতিহাসিক গণঅভ্যুত্থান না হলে আজ দেশে বাকস্বাধীনতা, গণতন্ত্র ও ভোটাধিকার নিশ্চিত হতো না। এ দিনটি আমাদের আত্মত্যাগ ও গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক।
এ সময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহীন, দাউদার মাহমুদ, সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম।
বিজয় র্যালিতে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল ও ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। উপস্থিত ছিলেন জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার, ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বুলবুল, জেলা ওলামা দলের সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব কাজী রিয়াজুল হক মমিন প্রমুখ।
বক্তারা বলেন, “৫ আগস্ট ছাত্র-জনতার বিজয়ের দিন। এই দিনে স্বৈরাচারী আওয়ামী শাসনের পতনের সূচনা হয়েছিল। সেই ইতিহাস স্মরণ করে বর্তমান ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আন্দোলন আরও বেগবান করতে হবে।”
আবির