ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

মীরসরাই ও ছাগলনাইয়ায় একযোগে এক হাজার গাছের চারা রোপণ

রাজিব মজুমদার, মীরসরাই, চট্টগ্রাম

প্রকাশিত: ১৬:৫৬, ৬ আগস্ট ২০২৫

মীরসরাই ও ছাগলনাইয়ায় একযোগে এক হাজার গাছের চারা রোপণ

ছবি: দৈনিক জনকন্ঠ।

পরিবেশ রক্ষায় তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে চট্টগ্রামের মীরসরাই এবং ফেনীর ছাগলনাইয়া উপজেলায় একযোগে অনুষ্ঠিত হলো “তারুণ্যের উৎসব ২০২৫”। ‘সবুজে সবুজে তারুণ্যের বার্তা’ স্লোগানে ৬ আগস্ট বুধবার এই দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে দুই উপজেলায় এক হাজার গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা অপকা পরিচালিত ‘সমৃদ্ধি কর্মসূচি’র উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় প্রবীণদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

মীরসরাইয়ের ওচমানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৫০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এ আয়োজনে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আনোয়ার, সহকারী প্রধান শিক্ষক আলাউল কবীর, সিনিয়র শিক্ষক জামাল উদ্দিন, অপরিচিতা বিশ্বাস, মাওলানা আনোয়ার, শাহজাহান সিরাজ ও মোনিরুল মিরাজ। সমৃদ্ধি কর্মসূচির পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা প্রোগ্রাম সমন্বয়কারী রিফাত আহমেদ, সহকারী প্রোগ্রাম সমন্বয়কারী শফি উদ্দিন, প্রতাপ বণিক ও স্বাস্থ্য কর্মকর্তা মোমিন উল্লাহ সাজিদ।

একই দিনে ছাগলনাইয়ার শুভপুর ইউনিয়নের জগন্নাথ সোনাপুর প্রাথমিক বিদ্যালয়ে আরো ৫০০টি চারার বিতরণ ও রোপণ কার্যক্রম হয়। স্থানীয় প্রবীণ ক্লাবের সদস্যদের অংশগ্রহণে এই আয়োজনটি বিশেষ মাত্রা পায়। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক মাইনউদ্দিন খন্দকার, সহকারী শিক্ষক স্নিগ্ধা রায় ও মনসুর হোসেন। প্রবীণ ক্লাবের সভাপতি নুর ইসলাম, সহ-সভাপতি বেলাল হোসেনসহ অন্যান্য সদস্যদের সঙ্গে তরুণ শিক্ষার্থীরা এই পরিবেশবান্ধব উদ্যোগে অংশ নেয়। সমৃদ্ধি কর্মসূচির পক্ষে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা সমন্বয়কারী তাছলিমা আক্তার এবং স্বাস্থ্য কর্মকর্তা প্রিয়ন্তি আইচ।

আয়োজকদের মতে, এই কর্মসূচির লক্ষ্য ছিল তরুণ প্রজন্মকে পরিবেশ রক্ষায় সক্রিয় করা এবং প্রবীণদের অভিজ্ঞতা ও পরামর্শকে সম্পৃক্ত করে একটি আন্তঃপ্রজন্ম সংলাপ সৃষ্টি করা।

বৃক্ষরোপণকালে শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বিষয়ক বার্তা ছড়িয়ে দেওয়া হয়। শিক্ষকদের নেতৃত্বে শিক্ষার্থীরা গাছ লাগিয়ে প্রতিশ্রুতি দেয়-পরিবেশ রক্ষায় তারা থাকবে অগ্রণী ভূমিকায়।

এই আয়োজন প্রাণবন্ত করে তোলে তরুণ-প্রবীণদের মিলনমেলা। সবুজ অভিযাত্রায় অভিজ্ঞতা ও তারুণ্যের এই সম্মিলন পরিবেশ রক্ষার ভবিষ্যৎ পথচলায় এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকল।

মিরাজ খান

×