ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

এবার ভিসামুক্ত পর্যটনের সুবিধা দিচ্ছে দক্ষিণ কোরিয়া! তালিকায় রয়েছে যে দেশ

প্রকাশিত: ১৭:০৩, ৬ আগস্ট ২০২৫; আপডেট: ১৭:০৩, ৬ আগস্ট ২০২৫

এবার ভিসামুক্ত পর্যটনের সুবিধা দিচ্ছে দক্ষিণ কোরিয়া! তালিকায় রয়েছে যে দেশ

ছবিঃ সংগৃহীত

 

দক্ষিণ কোরিয়া চীনা পর্যটক দলের জন্য আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত সীমিত সময়ের জন্য ভিসামুক্ত প্রবেশের সুযোগ চালু করতে যাচ্ছে। সরকার জানিয়েছে, অক্টোবরের এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) শীর্ষ সম্মেলনের আগে বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এই ঘোষণার পেছনে রয়েছে দক্ষিণ কোরিয়ার নতুন সরকার ও চীনের মধ্যে সম্পর্কের উত্তরণ এবং করোনা পরবর্তী সময়ে পর্যটন খাত পুনরুদ্ধারের প্রয়াস।

এর আগে, গত বছরের নভেম্বরে চীন দক্ষিণ কোরিয়ার নাগরিকদের জন্য ভিসা অব্যাহতির ঘোষণা দেয়। তার প্রতিক্রিয়ায় চলতি বছরের মার্চে দক্ষিণ কোরিয়াও ভিসামুক্ত প্রবেশের সম্ভাবনার কথা জানায়, যা এবার বাস্তবায়নের পথে।

দক্ষিণ কোরিয়ার পর্যটন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, অক্টোবরের প্রথম সপ্তাহে চীনের সাপ্তাহিক ছুটির সময়ে এই সিদ্ধান্ত অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য আনবে বলে আশা করা হচ্ছে।

তাদের ভাষায়, "বিদেশি পর্যটকের সংখ্যা আবার বাড়তে শুরু করেছে। এপেক সম্মেলনের আগে আমাদের পর্যটন খাতকে আরও সচল করতে এই উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে।"

উল্লেখ্য, এপেক সম্মেলনটি ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত কোরিয়ার ঐতিহাসিক শহর গেয়ংজুতে অনুষ্ঠিত হবে, যেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য দ্বিপাক্ষিক বৈঠক আলোচনায় আছে।

এ ঘোষণার প্রভাব শেয়ারবাজারেও দেখা গেছে। দক্ষিণ কোরিয়ার বিভিন্ন খুচরা বিক্রেতা, ক্যাসিনো, হোটেল ও রূপচর্চা পণ্যের কোম্পানির শেয়ারে ঊর্ধ্বগতি দেখা গেছে।

  • হুন্দাই ডিপার্টমেন্ট স্টোরের শেয়ারের দাম বেড়েছে ৭.১%,
  • হোটেল শিল্লা বেড়েছে ৪.৮%,
  • ক্যাসিনো অপারেটর প্যারাডাইস ২.৯%,
  • হানকুক কসমেটিকস শেয়ারে লাফ দিয়েছে ৯.৯%।

পর্যটনের চাপে সিওলের ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান বুকচন হানক ভিলেজে নতুন করে নৈশ কারফিউ চালু করার কথাও ভাবছে সরকার, যাতে স্থানীয় পরিবেশ ও সংস্কৃতি রক্ষা পায়।

মারিয়া

×