ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

ফ্যাসিবাদ আমলে আমরা কেউই নিরাপদ ছিলাম না: তারেক রহমান

প্রকাশিত: ২০:০৮, ৬ আগস্ট ২০২৫; আপডেট: ২০:১৩, ৬ আগস্ট ২০২৫

ফ্যাসিবাদ আমলে আমরা কেউই নিরাপদ ছিলাম না: তারেক রহমান

ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “ফ্যাসিবাদ আমলে আমরা কেউই নিরাপদ ছিলাম না, আমাদের সন্তানেরাও নিরাপদ ছিল না।” রাজধানী ঢাকাসহ সারাদেশে বিএনপির উদ্যোগে আয়োজিত বিজয় র‍্যালির সূচনায় জাতির উদ্দেশে এক ভাষণে তিনি এসব জানান।

তারেক রহমান বলেন, “স্বাধীনতাপ্রিয়, গণতন্ত্রপ্রিয় দেশবাসীর প্রতি আমার আহ্বান—আপনি যে রাজনৈতিক দলেরই হোন না কেন, আমাদের মনে রাখতে হবে, ফ্যাসিবাদ শাসনের আমলে কেউই নিরাপদ ছিল না। আমাদের সন্তানদের ভবিষ্যৎও নিরাপদ ছিল না। আমাদের ভোটাধিকার, বাকস্বাধীনতা এবং রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। গোটা বাংলাদেশকে রূপান্তরিত করা হয়েছিল একটি বন্দিখানায়, যেখানে গণতান্ত্রিক মানুষের মুক্ত কণ্ঠকে আয়নাঘরে বন্দি করে রাখা হয়েছিল।”

তিনি আরও বলেন, “যদি দেশে গণতন্ত্র না থাকে, আইনের শাসন না থাকে—তবে নারী, পুরুষ, সংখ্যালঘু, সংখ্যাগরিষ্ঠ—কেউই নিরাপদ থাকতে পারে না। একমাত্র গণতন্ত্র এবং আইনের শাসনই পারে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে। তাই আসুন, রাষ্ট্র ও সরকারে জনগণের কর্তৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে আমরা গণতান্ত্রিক অধিকারগুলোর সুষ্ঠু প্রয়োগ ও চর্চা করি। হাজারো শহীদের রক্তের বিনিময়ে যে অধিকার অর্জিত হয়েছে, তার যথার্থ মূল্য দিতে শপথ নিই।”

জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, “বিভিন্ন ইস্যুতে আমাদের মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু ভিন্নমতের সমাধান হবে আলোচনার মাধ্যমে। গণতন্ত্রের স্বার্থে, জাতীয় স্বার্থে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের মধ্যে মুখ দেখাদেখি বন্ধ যেন না হয়, তা নিশ্চিত করতে হবে। কারণ, ধর্ম, দর্শন, মত যার যার—রাষ্ট্র আমাদের সবার। জাতীয় স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা জরুরি।”

বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, “জনগণের রায়ে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিএনপি কেমন রাষ্ট্র, সরকার ও রাজনীতি গঠন করবে, তার একটি রূপরেখা আমরা ইতিমধ্যেই ৩১ দফার মাধ্যমে জনগণের সামনে উপস্থাপন করেছি। এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখাসহ বিভিন্ন রাজনৈতিক দল ও অংশীজনদের সাথে পরামর্শক্রমে সংস্কার প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে।”

তারেক রহমান বলেন, “দেশ ও জনগণের কল্যাণে এই কর্মসূচিগুলো বাস্তবায়নের জন্য বিএনপি জনগণের সমর্থন ও সহযোগিতা কামনা করছে। বিজয় র‍্যালির মধ্য দিয়ে ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে আমাদের গণতন্ত্রের অভিযাত্রা আরেক ধাপে অগ্রসর হয়েছে।”

শেষে তিনি বলেন, “বিএনপির নেতৃত্বে গণতন্ত্রের পথে অভিযাত্রায় বিজয় মিছিল শুরু হয়েছে—এর সাফল্য কামনা করছি। কারণ আমি বিশ্বাস করি, জনগণের ঐক্যই পারে এই দেশকে একটি ফ্যাসিবাদমুক্ত, গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে।”

 

শেখ ফরিদ 

×