
ছবি: সংগৃহীত।
ইসলামি বক্তা ও বিশিষ্ট চিন্তাবিদ ডা. জাকির নায়েক এবার নাম লিখিয়েছেন ভয়ঙ্কর এক অ্যাডভেঞ্চারে—বাঞ্জি জাম্পিংয়ে। ইন্দোনেশিয়া সফরের সময় বালির একটি সৈকতের প্ল্যাটফর্ম থেকে তিনি প্রায় ৪৩০ ফুট (প্রায় ৪৫ তলা ভবনের সমান) উচ্চতা থেকে ঝাঁপ দেন।
জাম্পটির ভিডিও তিনি নিজেই শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে। মুহূর্তেই তা ভাইরাল হয়ে পড়ে বিশ্বের নানা প্রান্তে থাকা তার অনুসারীদের মধ্যে।
৫৯ বছর বয়সী এই ধর্মীয় বক্তাকে সাধারণত জনসমক্ষে বক্তৃতা ও ধর্মীয় বিতর্কে দেখা গেলেও, সাম্প্রতিক সময়ে তাকে রোমাঞ্চকর নানা কার্যক্রমেও অংশ নিতে দেখা যাচ্ছে। এবার শুধু বাঞ্জি জাম্প নয়, সফরে তাকে ক্লিফ জাম্পিং ও ওয়াটার স্লাইডিংয়েও অংশ নিতে দেখা গেছে।
এর আগেও, গত বছর তিনি উগান্ডায় ১৬৫ ফুট উঁচু থেকে বাঞ্জি জাম্প করেছিলেন। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, অ্যাডভেঞ্চার স্পোর্টসে অংশ নেওয়ার অভ্যাস তার নতুন নয়।
নুসরাত