ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৭ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

তবে কী উপায় না পেয়ে চীনের দিকে ঝুঁকছেন মোদি? ৬ বছর পর সফরে যাচ্ছেন বেইজিং

প্রকাশিত: ২৩:২৭, ৬ আগস্ট ২০২৫; আপডেট: ২৩:২৭, ৬ আগস্ট ২০২৫

তবে কী উপায় না পেয়ে চীনের দিকে ঝুঁকছেন মোদি? ৬ বছর পর সফরে যাচ্ছেন বেইজিং

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের কৌশলগত বন্ধুত্বে ফাটল ধরেছে ভারতের। একসময়ের ঘনিষ্ঠ সম্পর্ক এখন কূটনৈতিক টানাপোড়েন, প্রতিরক্ষা ও বাণিজ্যিক মতানৈক্যে বিপর্যস্ত। এমন সময়েই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দীর্ঘ ছয় বছর পর চীন সফরে যাচ্ছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা গেছে, আগামী ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত চীনের তিয়েনজিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাংহাই সহযোগিতা সংস্থা (SCO) এর শীর্ষ সম্মেলন। মোদি এই সম্মেলনে অংশ নিতে চীনে যাচ্ছেন। একই সময়ে উপস্থিত থাকবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও।

২০২০ সালে হিমালয় সীমান্তে ভারত-চীন সেনাদের রক্তক্ষয়ী সংঘর্ষের পর মোদির এটিই প্রথম বেইজিং সফর। শেষবার তিনি চীনে গিয়েছিলেন ২০১৯ সালে।

বিশ্লেষকরা মনে করছেন, ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের জটিলতা এবং বৈশ্বিক কৌশলগত ভারসাম্য পুনর্গঠনের প্রয়োজনে দিল্লি হয়তো বেইজিংয়ের দিকে আবারও ঝুঁকছে।

নুসরাত

×